স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ নেতাকর্মীরা মানুষের সামনে কথা বলার অধিকার হারিয়েছে শুধু তাদের অপকর্মের কারণে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আওয়ামীলীগ যে পথে হেঠেছে, যে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, দেশের সম্পদ লুন্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এসব অপকর্ম থেকে আমাদের দুরে থাকতে হবে, না হলে আমাদের পরিণতি আরও ভয়াবহ হবে। তিনি গতকাল বুধবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্টিত হয়। সভায় জি কে গউছ আরও বলেন- মানুষের প্রত্যাশা পূরনে আমাদেরকে সেইভাবে প্রস্তুত হতে হবে। বাংলাদেশের মানুষ ২০১৪ সালে ভোট দিতে পারে নাই, ২০১৮ সালে ভোট দিতে পারে নাই, ২০২৪ সালেও ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিতে চায়, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চায়, তার পক্ষে কথা বলার জন্য। আওয়ামীলীগ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। আর বিএনপি বিগত ১৭টি বছর আন্দোলন করছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন- একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশে আমরা বসবাস করি। কিন্তু এই দেশে বিগত ১৭টি বছর কোনো গণতন্ত্র ছিল না। এই দেশে গণতন্ত্র চর্চার অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। যেখানেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সমবেত হয়েছে, ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ হায়েনার মত ঝাপিয়ে পড়েছে। আওয়ামীলীগকে খুশি করার জন্য আইন শৃংখলা বাহিনীও লোকজনও পাখির মত মানুষকে গুলি করেছে। জি কে গউছ বলেন- জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্য বিহীন একটি বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে আরও দায়িত্বশীল হয়ে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলকাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম জি মোহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, নুরুল ইসলাম নানু, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ মোহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, নাজমুল হোসেন বাচ্চু, মোশাররফ হোসেন মঞ্জু, মহিবুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, শাহ মুশলিম, এডভোকেট গুলজার খান, শাহ মোরাদ, ইলিয়াছ আহমেদ ওয়াহিদ, রবিউল আলম রবি, এডভোকেট আছকির উজ্জামান, এডভোকেট দিপু চৌধুরী, শিমু আক্তার, চৌধুরী, গোলাম মাহবুব, ইলিয়াছ আলী তালুকদার, মাহবুবুর রহমান মাহবুব, নাজমুল হোসেন অনি, রায়েদ চৌধুরী রিংকু, ইকবাল হোসেন রুকন, জসিম উদ্দিন, সরদার শাহীন আহমেদ, আব্দুল কাইয়ুম, রমিজ আহমেদ, শামছুল হোসেন জুয়েল, মোজাক্কির হোসেন ইমন, শাহ গাজী রিপন, শাহ মুবিন প্রমুখ।