মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ প্রতিযোগিতা হবে নেক আমলের, হচ্ছে পদ পদবীর

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে ১৭ জানুয়ারী জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- মুসলমানদের মধ্যে প্রতিযোগিতা হবে নেক আমলের, আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন- তোমরা নেক আমলের প্রতিযোগিতা কর। অথচ আমরা প্রতিযোগিতা করছি, পদ পদবীর, সম্পদের, ক্ষমতার। দুনিয়ার সব প্রতিযোগিতা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। দুনিয়ার পদপদবীর, সম্পদের ক্ষমতার প্রতিযোগিতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেন- রাসুল (স:) এর নিকট কিছু সহায় সম্পদহীন সাহাবী গিয়ে বললেন- হে আল্লাহর রাসুল (স:) অমুক অমুক সাহাবীগণ অনেক ধনি মানুষ। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়েন। এর বাহিরে তারা বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান খয়রাত করেন। আমাদের তো দান খয়রাত করার মতো সহায় সম্পদ নেই, ধনী সাহাবীরা তো দানের বিনিময়ে জান্নাত পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন। আল্লাহর রাসুল (স:) গরীব সাহাবীদেরকে বললেন- তোমরা ফরজ নামাজের পরে বেশি বেশি তাসবিহ পাঠ করবে, তাহলে তোমরাও সওয়াবের দিক থেকে এগিয়ে যাবে। গরীব সাহাবীগণ এমন আমল করতে গিয়ে দেখলেন- ধনী সাহাবীরাও ফরজ নামাজের পরে একইভাবে তাসবিহ পাঠ করে যাচ্ছেন। আবার গরীব সাহাবীগণ আল্লাহর রাসুল (স:) এর কাছে এসে ঘটনা জানিয়ে বললেন- এখন আমরা কি করব। আল্লাহর রাসুল (স:) তোমাদের সওয়াব হাসিলের মনোবাসনা আল্লাহ অন্যদের থেকে বাড়িয়ে দেবেন। আমাদের মধ্যে দেখা যায় কোনো কোনো মুসল্লী পাচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করেন, ওই মুসল্লীর সাথে আরেক মুসল্লীর প্রতিযোগিতা হবে ৫ ওয়াক্ত জামায়াতের সাথে নামাজ আদায়কারী মুসল্লীর চেয়ে আগে মসজিদে যাওয়া, প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করা, বেশি বেশি নফল নামাজ আদায় করা, একজন মুসল্লীর চেয়ে আরেক মুসল্লীর বেশি নফল রোযা রাখা, নেক আমল করা।
মাওলানা মাসরুরুল হক ফিলিস্তিনের মুসলমানদের ভয়বাহ দুর্বিসহ জীবন তুলে ধরে বলেন- মুসলমান হওয়ার কারণেই ইহুদিরা ফিলিস্তিনের উপর অন্যায় আক্রমন করছে। শিশু নারী নিরপরাধ মুসলমানের রক্ত কখনো বৃথা যেতে পারে না। রক্ত বন্যায় পৃথিবী জুড়ে এক সময় ইসলামের পতাকা উড়বেই। আমেরিকার অঙ্গরাজ্যগুলোতে ভয়াবহ দাবানল হচ্ছে মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে আল্লাহর সামান্য প্রতিশোধ মাত্র। দেড় বছরে ফিলিস্তিনের যেসব বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে মাত্র দেড় সপ্তাহে আমেরিকার এর চেয়ে বেশি স্থাপনা আল্লাহ পুড়িয়ে দিয়েছেন। আল্লাহর এসব নিদর্শন ইহুদিরা যত দেরীতে বুঝবে তত বেশি ক্ষতিগ্রস্থ হবে। তিনি সকলকে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একমত হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com