রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

৫৩ বছরেও অরক্ষিত শায়েস্তাগঞ্জের বধ্যভূমি

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বা পড়া হয়েছে

মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ স্বাধীনতার ৫৩ বছরেও অরক্ষিত অবস্থায় পড়ে আছে শায়েস্তাগঞ্জ বধ্যভূমিটি। কয়েকটি পিলার আর একটি সাইনবোর্ডই জানান দিচ্ছে বধ্যভূমির অস্তিত্ব। এখনো গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে। দ্রুত এ বধ্যভূমি চিহ্নিতকরণসহ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ, শায়েস্তাগঞ্জের মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বজনরা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার এক শোকাবহ স্মৃতিচিহ্ন অঙ্কিত হয়ে আছে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশের এ বধ্যভূমিতে। চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগান থেকে জনপ্রতিনিধিসহ ১১ চা শ্রমিককে ধরে এনে হত্যা করে গণকবর দেয় এখানে। এরা হলেন- রাজকুমার গোয়ালা, লাল সাধু, কৃষ্ণ বাউরী মেম্বার, দিপক বাউরী, মহাদেব বাউরী, অনু মিয়া, সুনীল বাউরী, নেপু বাউরী, রাজেন্দ্র রায়, গৌর রায় ও ভুবন বাউরী। এর মধ্যে শুধু অনু মিয়াই মুসলিম ছিলেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ বধ্যভূমি রেললাইন সংলগ্ন হওয়ায় রেললাইন অতিক্রম করা ছাড়া সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। পৌরসভার ব্যবস্থাপনায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক থেকে বধ্যভূমিতে যাতায়াতের সুবিধার্থে একটি পাকা সড়ক নির্মাণ করা হলেও ওই সড়কটি এখন সিএনজি অটোরিকশার দখলে আছে। এ সড়ক দিয়ে মানুষ চলাচলের কোনো পরিবেশ নেই। বধ্যভূমি সংরক্ষণের জন্য একজন মুক্তিযোদ্ধা তার নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ করে দিয়েছেন। কিন্তু বধ্যভূমিতে গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ। শুধুমাত্র একটা সাইনবোর্ড রয়েছে। কয়েকটা পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে এখনো অযত্ন-অবহেলায় পড়ে আছে বধ্যভূমিটি। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ বধ্যভূমি স্বীকৃতি পেয়েছে এবং গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। বধ্যভূমি একটি আবেগ, ইতিহাসের অংশ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। বর্তমানে ওই বধ্যভূমি রক্ষণাবেক্ষণ করছে পৌর মুক্তিযোদ্ধা সংসদ। এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায় বলেন, বধ্যভূমি সংরক্ষণ করা খুবই জরুরি। মুক্তিযুদ্ধে দেশের মানুষ আত্মাহুতি সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে বধ্যভূমিকে সংরক্ষণ ও আধুনিকায়নের জন্য দাবি জানাই। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস বলেন, বধ্যভূমি সংরক্ষণে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত জায়গার মালিক বধ্যভূমির জন্য মালিকানা ছেড়ে দিয়েছেন। এখন বাংবালাদেশ রেলওয়ের একটি অনাপত্তিপত্র পেলেই বধ্যভূমিটির উন্নয়ন ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com