নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বারৈকান্দি আলিতলা গ্রামে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে একই গ্রামের মৃত আনামত আলীর পুত্র এনাম মিয়া (২৩) কে অভিযুক্ত করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা যুবতীর বাড়ী ও ধর্ষক এনাম মিয়ার বাড়ী পাশাপাশি অবস্থিত। এনাম মিয়া প্রায় সময়ই মেয়েকে রাস্তাঘাটে, পুকুরপাড়ে একা পেলেই খারাপ ইঙ্গিত করতো। অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করে। ঘটনাটি ওই মেয়ে তার বাবাকে জানালে তিনি বিষয়টি এনামের অভিভাবককে করেন। এতে এনাম মেয়ের প্রতি আরো আক্রোশান্বিত হয়ে উঠে। গত ২১ নভেম্বর মেয়েটি ও তার বোন বাড়িতে অবস্থান করছিল। এ সুযোগে রাত সাড়ে ৮টার দিকে এনাম মিয়া কৌশলে তাদের ঘরে প্রবেশ করে খাটের উপর থাকা মেয়েকে ঝাপটিয়ে ধরে। এতে মেয়েটি চিৎকার শুরু করলে এনাম চুরি দিয়ে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুমে থাকা তার বোন গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। এ সময় তাদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে এনাম পালিয়ে যায়। উক্ত ঘটনায় মেয়ের বাবা গ্রামের মুরুব্বীয়ানের স্মরনাপন্ন হলেও বিষয়টি সমাধান না হয়নি। উক্ত ঘটনার পর এনাম মিয়া মেয়েটিকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার হুমকি প্রদান করে।