সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

চুনারুঘাটে ছয়শ্রী বিষ্ণু প্রিয়া মনিপুরী সমিতির উদ্যোগে রাস লীলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছয়শ্রী বিষ্ণু প্রিয়া মনিপুরী সমাজ কল্যাণ সমিতি ও উত্তর ছয়শ্রীর উদ্যোগে ৭৭তম শ্রী শ্রী রাস লীলা অনুষ্ঠিত হয়েছে। নৃত্যের তালে তালে আর সুগন্ধী ফুলের সুবাসে মুহু মুহু পরিবেশে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় রাস লীলা। মনিপুরী সম্প্রদায়ের বিশেষ এই রাস মেলা-রাস নৃত্য উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হক শাকিল। একদিকে ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও বিনোদনের অনন্য এক সমাবেশে পরিনত হয়। সব বয়সী মানুষের এক অনবদ্য এই ধর্মীয় দিক দিয়েই প্রাধান্য দেয়া হয়ে থাকে। মনিপুরী সম্প্রদায় ১৭৫৯ খৃষ্টাব্দে মনিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র অগ্রহায়ন মাসের শুক্লা পূর্ণিমাতে মহারাস প্রথম বারের মত লীলা উৎসব প্রবর্তন করেন। এরপর থেকে অগ্রহায়ন পূর্ণিমা তিথিতে গৌরীয় বৈঞ্চব ধর্মাবলম্বী মনিপুরী সম্প্রদায় প্রধান ধর্মীয় মহোৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহারাস লীলা পালিত হয়ে আসছে।
অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলাদেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বসবাসরত মনিপুরী সম্প্রদায় প্রায় দেড়’ শ বছর পূর্বে এদেশে তাদের ধর্ম সংস্কৃতির প্রধান উৎসব রাস লীলার সূচনা করেন। রাস উৎসবে দুটি পর্ব। দিনে রাখাল রাস আর রাতে মহারাস। দু’ভাগে এই উৎসব পালিত হয়ে থাকে।
১৯২৬ সালে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর সিলেটের মাছিমপুরে এসে মনিপুরী মেয়েদের রাস নৃত্য দেখে মুগ্ধ হন। পরে তিনি রাস নৃত্য নিয়ে নৃত্য নাট্যে সহ নানা রকম গবেষনাও করেন।
রাস মেলা বা রাস নৃত্য সম্পর্কে জানা যায়, রাস হচ্ছে নট যখন বহু নটীর সাথে নৃত্য করেন তখন সেই যৌথ নৃত্যকে “রাস নৃত্য” বলা হয়। শারদ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ নানা রকম পুস্প বিশেষত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্প দ্বারা সজ্জিত হয়েছেন।
অপর দিকে নিস্কাম যোগিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে পাপ্তি করার জন্য কাত্যায়ানী দেবীর ব্রত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস অনুষ্ঠান করেন তখন তাঁর বয়স ছিল ৮ বছর। জড়জগতের যে যুবক-যুবতীরা নৃত্য করে তাঁর সাথে ভগবান শ্রী কৃষ্ণের দিব্য লীলার আকাশ পাতাল তফাৎ। আধ্যাতিকতায় পূর্ণ ও অপর দিকে জড়জগতের যে যুবক যুবতীরা সেই নৃত্য জড়তায় পূর্ণ। ভগবানের মায়াশক্তি মহামায়ার প্রভাবে জড়জগতের যুবক-যুবতীরা স্বেচ্ছাচারিতায় নিমগ্ন হয়ে অবশেষে মহাদুঃখে পতিত হয়। তাই শাস্ত্রের মতে রাস লীলার অনুস্বরণ করে এমন কি জাগ্রত করা উচিত নয়। শাস্ত্রে যোগিনীদের কৃষ্ণ প্রেমকে নিশ্বাস ও বাসনা বিহীন বলা হয়েছে। শারদ পূর্ণিমা তিথিতে তাঁরা ভগবানের বংশীধ্বনি শ্রবন করে ছুটে এসেছিলেন। সেই সময় থেকে বহুগুন যোগমায়ায় দেবীকে আচ্ছন্ন করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com