বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

শচীন্দ্র কলেজে নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা ও একদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. লতিফ হোসেন ও প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব এবং নবগঠিত গভর্নিং বডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মো: শরীফ উল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হবিগঞ্জ এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হীরেন্দ্র নাথ বর্মন, প্রতিষ্ঠাতা প্রতিনিধি শ্রীমতি লক্ষ্মী রাণী সরকার, বিদ্যোৎসাহী সদস্য এড. তজন্মুল হোসেন চৌধুরী, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হোসেন মারুফ, গভর্নিং বডির সাবেক সদস্য এড. প্রমথ সরকার, পুকড়া ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি মৌলানা মো. লুৎফুর রহমান, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো আবু তাহের, গভর্নিং বডির সাবেক সদস্য রাখাল চন্দ্র দাস, শিক্ষিকা শামসুন্নাহার বেবী, ইউপি সদস্য মো: আব্দুস সাত্তার, মো: আব্দুল আলীম তরফদার সমরোক প্রমুখ। আলোচনা সভা শেষে নবগঠিত গভর্নিং বডির সভাপতির হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি শ্রীমতি লক্ষ্মী রাণী সরকারকে স্মারক তুলে দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম খান, বিদ্যোৎসাহী সদস্য, এড. তজম্মুল হোসেন চৌধুরীকে স্মারক তুলে দেন সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ খান। বক্তব্য শেষে কলেজের ২০২৪-২৫ সালের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন সভার প্রধান অতিথি এবং তিনজন শিক্ষর্থীর হাতে ক্যালেন্ডার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহাকারী অধ্যাপক রাফিউল হক খান পাঠান এবং প্রভাষক গোপীনাথ দাশের পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাসহ নবীগঞ্জ কলেজের অধ্যক্ষের মৃত্যুতে সকলের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তারপর আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন যথাক্রমে সহকারী অধ্যাপক মো: হাবিবুর রহমান, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক স্বপ্না আলম সুমী, প্রভাষক শিমুল জাহান চকদার, প্রভাষক আসমা খাতুন, প্রভাষক মোহাম্মদ শাহ আলম, প্রভাষক এস এম মেহরাব হোসেন, প্রভাষক মোহাম্মদ আবদুল্লাহ, প্রভাষক গোপীনাথ দাশ, প্রভাষক রুম্পা দাশ, প্রভাষক মো: জিয়াউল হক, প্রভাষক কাঞ্চন কুমার দাশ, সহকারী শিক্ষক জহুরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক প্রমুদ সাহাজী, সহকারী অধ্যাপক মো: আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগম প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে- সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী তোয়াহা। মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৃষ্টি চক্রবর্তী। নবীন শিক্ষার্থীদের পক্ষে মানপত্র গ্রহণ ও বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রওজাতুল রুম্মান আহমেদ। অনুষ্ঠান শেষে সহকারী অধ্যাপক গৌতম সরকার এবং প্রভাষক প্রসূন আচার্য্য এর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীগণ। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com