স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের লুণ্ঠিত আংশিক মালামাল ফেরত দেয়া হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবের ১৩টি ল্যাপটপ ফেরত দেয়া হয়। স্থানীয় মেম্বার ফরুক মিয়া জানান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল এর কথার ভিত্তিতে গতকাল শনিবার সকালে লুন্ঠনকৃত ১৩টি ল্যাপটপ ফেরত দেয়া হয়েছে। গতকাল দুপুরে মেম্বার ফরুক মিয়া ল্যাপটপগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে জমা দেন। মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষে সালাহউদ্দিন ল্যাপটপগুলো সমজিয়ে রাখেন। উল্লেখ্য, গত ৯ সেপ্টম্বর জয়নগর গ্রামের হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব থেকে ১৭টি কম্পিউটার সহ এর যাবতীয় মালামাল নিয়ে যায়।