স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহায়তা ২৫০ জন বন্যাদূর্গত পরিবারে ত্রান সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ-এর যৌথ উদ্যোগে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ এর ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ফখরুল আলম বাবুল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন সৈয়দ আমিনুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ এর গভর্ণর আশরাফ হোসেন খান হীরা এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ এর সেকেন্ড ভাইস-গভর্ণর ড. মাজহারুল আনোয়ার শাজাহান, ফাস্ট লেডি ফাতেমা কাদির হুমা, ক্যাবিনেট ট্রেজারার মোহাম্মদ হাসেম, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন জেসমিন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ-এর চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস. এম বজলুর রহমান, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন্স ইঞ্জিনিয়ার মনসুর রশিদ কাজল, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস.এম আলী আজগর, ত্রান বিতরণ আয়োজনের আহবায়ক লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন আব্দুল আহাদ, লায়ন মামুনুর রশিদ, লায়ন জালাল উদ্দিন, লায়ন প্রভাষক রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন এডভোকেট বিকাশ দাশ, লায়ন দীলিপ সরকার, লায়ন মহিবুর রহমান সেলিম, লায়ন বিশ^জিৎ বণিক চন্দন, লায়ন মহিবুর রহমান টিপু, লায়ন আইডিইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ কান্তি রায়, লায়ন নাজমুল হক, লায়ন ওবায়দুল হক জুয়েল, লায়ন অক্ষয় রায়, লিও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন খন্দকার জান-হে আলম, রিজিওয়ান চেয়ারপার্সন হেড কোয়ার্টার মোঃ আবুল কাশেম বাবু, ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেকনোলজি চেয়ারপার্সন প্রকৌশলী মোঃ নুর হোসাইন নানজিল, ক্যাবিনেট যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম শামীম, ক্যাবিনেট যুগ্ম-অর্থ সম্পাদক হুমায়ূন কবির, লিও লায়ন বেলায়েত হোসেন মিলন, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফাহিম আশরাফ খান প্রমূখ।