স্টাফ রিপোর্টার ॥ টানা বৃষ্টিতে চেনা জলছবি শহর হবিগঞ্জ। যার জেরে আবারও নাজেহাল শহরবাসী। অবিরাম বৃষ্টিতে শহররের বিভিন্ন জায়গায় জল থৈ থৈ অবস্থা। গতকাল সোমবার দিনভর চলেছে প্রবল বর্ষণ। টানা এই বৃষ্টিতে জলে হাবুডুবু খাচ্ছে হবিগঞ্জ পৌরবাসী। উত্তর থেকে দক্ষিণ যেদিকেই চোখ পড়বে, দেখা মিলবে শহরের চেনা জলছবি। শায়েস্তানগর, অনন্তপুর, সদর থানা, সার্কিট হাউজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয়, সিনেমা হল, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ ও জঙ্গলবহুলাসহ বিভিন্ন ওয়ার্ডের সর্বত্র হাঁটু জল। কাজের দিনে এই পরিস্থিতিতে স্কুল-কলেজ-অফিস যেতে গিয়ে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায়, প্রবল যানজটের সৃষ্টি হয়েছে। কোন কোন এলাকায় পাম্প চালিয়ে জমা জল সরানোর কাজ চলছে। হবিগঞ্জ শহরের পাশাপাশি আশপাশের এলাকার অবস্থাও একইরকম। প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে। জল ঢুকে পড়েছে বিভিন্ন বাড়িতেও। এ অবস্থায় শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নের ঘটনাও ঘটছে। কিছুক্ষণ পর পরই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। এলাকাবাসী জানান, হবিগঞ্জ পৌরসভায় কিছু দখলবাজদের কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা ড্রেইন দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিস্কাশনে বাধার সৃষ্টি হচ্ছে।
অনন্তপুর এলাকার বাসিন্দা সাইদুর রহমান জানান, ওই এলাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাটু সমান পানি মাড়িয়ে চলাচল করতে হয় তাদের। পানি নিস্কাশনের একমাত্র ড্রেনটি মার্কাজ মসজিদের ভেতরে দিয়ে বয়ে গেছে। ওই ড্রেনটি ময়লা আর্বজনায় ভরে গেছে। এসে সামান্য বৃষ্টি হলেই পানি ঠিক মতো নিস্কাসিত না হওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বার বার তাগিদ দিলেও এর কোন সুরাহা হচ্ছে না।