মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে দিকে রোগীদের খোজ খবর নেন ও খাবার নিয়ে রোগীদের সাথে কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বিভিন্ন অভিযোগ শোনেন। হাসপাতালের ডাক্তার শুন্যতাসহ বিভিন্ন সমস্যা গুলিও শোনেন চেয়ারম্যান। বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে চেয়ারম্যান হাসপাতালে দায়িত্বরত আরএমও ডাক্তার আবুল হাসনাত সহ নার্স ও অন্যান্য স্টাফদের সাথে কথা বলেন। তারা জানান, হাসপাতালের খাবারের মান, টয়লেট, রোগীদের বিছানা পরিস্কারসহ নানা সমস্যা গুলি ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগীতাও কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,আর এম ও ডাঃ আবুল হাসনাত, ডাঃ তারেক জামান সহ সাংবাদিক ও অন্যান্য ব্যাক্তিবর্গ।