স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের বাসিন্দা লন্ডন প্রবাসী মোঃ গাফ্ফার খান লিটন। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কামালখানী গ্রামের নয়ন, আকিনুর এবং পূর্বগড় গ্রামের ছাদিকুর এর পরিবারের হাতে নগদ অর্থ তুলেদেন লন্ডন প্রবাসীর ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিলন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদল নেতা জহিরুল ইসলাম, সালাউদ্দিন ফয়ছল, আব্দুল হালিম, সেলিম মিয়া, মোঃ মুছকুদ মিয়া, ২নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ মিয়া প্রমুখ।
এসময় যুবদল নেতা মোঃ মিলন খান বলেন- ইতিমধ্যে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আহত অনেককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে নিহত ৩ পরিবারকে আমার লন্ডন প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করলাম। ভবিষ্যতে এদের পাশে আমাদের পরিবার থাকবে বলেও তিনি জানান।