বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নবীগঞ্জে বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী হত্যাকান্ড ॥ ঘাতক রানু’র মৃত্যুদন্ডাদেশ কার্যকর চায় তন্নী পরিবার নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাট পুলিশের অভিযানে এক ডজন আসামী গ্রেফতার আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাধবপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা রাজিউড়ায় অবৈধভাবে কবরস্থানের মাটি কেটে বিক্রি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্র সমাবেশ সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক

ভারত-বাংলাদেশ মৈত্রী কবিতা উৎসবে পৃথ্বিশ চক্রবর্ত্তী সংবর্ধিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মৌলভীবাজার সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি কৈলাসহরে অনুষ্ঠিত হয়েছে ৬দিন ব্যাপী ১৬তম বই মেলা ও বাংলাদেশ ভারত মৈত্রী কবিতা উৎসব ২০২৪। উক্ত বইমেলায় ভারত-বাংলাদেশ মৈত্রী কবিতা উৎসবে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সংবর্ধিত হয়েছেন। তাঁকে অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং বইমেলা স্মারক প্রদান করা হয়। কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন ত্রিপুরার সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী টিংকু রায়। কৈলাসহর পুর-পরিষদের চেয়ারম্যান শ্রীমতি চপলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার ও প্রিন্সিপাল পিনাকী পাল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইনজীবি ও গবেষক তোবারক হোসেন, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহ্বায়ক কবি পুলক কান্তি ধর, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্ত্তী, কবি ফৈরদৌসি আক্তার বিউটি, সাংবাদিক সঞ্জয় কুমার দে, কবি ধীরাজ ভট্টাচার্য দুলাল ও কবি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে অংশ নেন দুই বাংলার কবি সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীরা। স্বাগত বক্তব্য রাখেন- বইমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কবি শাশ্বতী দাশ। উপস্থিত ছিলেন- ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক নব কুমার জমাতিয়া, ঊনকোটি জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্যামল দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা বিশ্বজীৎ দেবসহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও ভারত-বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কৈলাসহরবাসীর প্রাণের এ বই মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল স্থান পায়। উল্লেখ্য বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক পৃথ্বীশ চক্রবর্ত্তী বাংলাদেশে বিভিন্ন সংগঠন কর্তৃক সংবর্ধিত হওয়ার পাশাপাশি গত বছর কলকাতা “স্বজন” কর্তৃক সংবর্ধিত হন এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুর সহকয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পৃথ্বীশ চক্রবর্ত্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় ৮ নভেম্বর ১৯৮১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত তাঁর গল্প, কবিতা ও ছড়া গ্রন্থ ১৪ টি এবং সম্পাদিত গ্রন্থ ১৫টি প্রকাশিত হয়েছে। তিনি বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এবং জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com