স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মানুষ পড়েন চরম ভোগান্তিতে। অফিস আদালত ও থানাসহ সরকারি প্রতিষ্ঠানে কাজের ব্যাঘাত ঘটে। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা পানি নিষ্কাষনের ড্রেন বন্ধ করে ভবণ নির্মাণ করায় এ সমস্যা সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার ঘন্টাখানেকের বৃষ্টিতেই সার্কিট হাউস, সদর থানা ও পানি উন্নয়ন বোর্ড তলিয়ে গেছে। অনেকেই পানি মারিয়ে সদর থানায় প্রবেশ করতে দেখা যায়। এসব বৃষ্টির পানিতে এবং বিভিন্ন আর্বজনা থাকায় মানুষের চুলকানিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শহরবাসী।