বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

  • আপডেট টাইম শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩১ বা পড়া হয়েছে

তিন সৈয়দ’র দখলে চুনারুঘাট-মাধবপুর
নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে ৩ সৈয়দ এর অধীনে। ২০২৪ সালের ৭ জানুয়ীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী, প্রতিমন্ত্রী মাহবুব আলীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক (ব্যরিস্টার সুমন)। নৌকার ভোট ব্যাংক বলে খ্যাত মাইনোরটি প্রায় ১ লাখ ১০ হাজার ভোটাও চলে যান ব্যরস্টার সুমনের ঈগলের দিকে। এই সম্প্রদায়ের ৯০ শতাংশ ভোট স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমনের ঈগল মার্কায় গেছে। দলমত নির্বিশেষে ৯০% ভোটার ঈগলের পক্ষে চলে যান। সেই নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে সৈয়দ সুমন দেশে সর্বোচ্চ ভোটপ্রাপ্তির খেতাব অর্জন করেন। তিনি মাধবপুর উপজেলায় ৭১ হাজার ৪০৩ ভোট ও চুনারুঘাটে ৯৭ হাজার ৯৯৫ ভোট পান যা এর আগে নৌকার বিপক্ষে প্রার্থী হয়ে কেউ পাননি। দুই উপজেলা মিলে ভোটার রয়েছেন ৫ লাখ ১০ হাজার ৭২০ জন। এর মধ্যে মাইনোরটি ভোটার প্রায় ২ লাখ। গত ৫ জুন অনুষ্ঠিত হলো উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন বিএনপি’র সভাপতি সৈয়দ লিয়াকত হাসান। তিনি দলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। অপদিকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরসহ যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। নির্বাচনে সৈয়দ লিয়াকত হাসান ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ের মালা ছিনিয়ে নেন। আবু তাহের পান ৩৫ হাজার ৫৬২ ভোট। মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আবারও বিজয়ের স্বাদ গ্রহন করেন সৈয়দ মোহাম্মদ শাহজাহান। তিনি এবার ভোট পান ৬২ হাজার ২৫২ টি। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অসীম চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট। সংসদ নির্বাচন থেকে উপজেলা পরিষদ নির্বাচন। সবখানেই আওয়ামীগের বাঘা বাঘা প্রার্থীদের পরাজিত করেন তিন দিকে তিন সৈয়দ। হবিগঞ্জ -৪ সংসদীয় আসনটিকে অনেকেই সৈয়দ আসন বলে আখ্যায়িত করতেও কার্পন্য করছেন না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com