মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালতের কনফারেন্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শম্পা জাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক, চীফ জুডিশিয়াল ম্যাসিস্টেট হারুনুর রশীদ, সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার, হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলসহ আরো অনেকেই। আলোচনা সভায় বর্ষ সেরা ৩ জন প্যানেল আইনজীবী সম্মামনা ক্রেস্ট দেওয়া হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম বলেন, ‘সরকার যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। আইনের চোখে সকলেই সমান। আজকের সমাজে যারা দুর্বল তাদের আইনি সহায়তা দিতেই আজকের এই আয়োজন। লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে এবং তাদের সহায়তার আওতায় আনতে হবে। এছাড়া ১৬৪৩০ নাম্বারে কল দিয়ে বিনামূল্যে আইনী সহায়তা নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘১৬৪৩০ নাম্বারের ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ বছর এর প্রচারই হবে মূলকাজ। যাতে করে সাধারণ মানুষ যে কোন বিপদের সময় এই নাম্বার মনে রাখতে পারে। এতে উপ¯ি’ত সকলকে সচেতন হওয়ার আহ্বান করেন তিনি। এছাড়া তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণসহ আইনগত সহায়তা প্রদানে সহযোগিতা করায় এনজিও সংস্থা ইনডেভার ও নিশান সোসাইটি হবিগঞ্জকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com