বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে উপজেলা নির্বাচন অফিস। কোথাও কোন ধরনের নির্বাচনী আচরণবিধি লংঘন করা হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন। গতকাল সোমবার (২২ এপ্রিল) বানিয়াচং সদরসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে তিনি স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানান সুষ্ঠু, নিরেপক্ষ এবং আনন্দঘন পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারগণ যেন তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখবে নির্বাচন কমিশন। কোথাও নির্বাচনী আচরণবিধি লড়ঘন করা হলে তাৎক্ষনিক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একটি সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থী ও বানিয়াচংয়ের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতাও চেয়েছেন নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমীর হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারুক আমিন, কৃষ্ণ দেব, আশরাফ হোসেন খান, সৈয়দ নাছিরুল ইমাম, এসএম সুরুজ আলী, প্রিয়তোষ রঞ্জন দেব, মোঃ আশিক মিয়া এবং তাফাজ্জুল হক। মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহেনারা আক্তার বিউটি, শিউলী রাণী দাস এবং মুক্তা রানী দাশ (প্রিয়া)।
বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২লাখ ৭৮ হাজার ৯শ ৮জন। তন্মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৪১ হাজার ১শ ৩২জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭শ ৭৬জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১শ ৬টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com