সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সিলেট কিশোর হত্যার দায়ে বানিয়াচঙ্গের যুবক আটক আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ ঘন্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা ॥ ভোগান্তি উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নির্বাচন থেকে সরে দাড়াঁলেন বিএনপির শিহাব আহমেদ চৌধুরী ॥ উপজেলা নির্বাচনে অংশ নিলে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে-সাবেক এমপি শেখ সুজাত মিয়া

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। শনিবার নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা নির্বাচন বর্জন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মুর্শেদ আহমদ, ফুলকাছ মিয়া, মাওলানা শোয়েব আহমদ, পৌর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সাবেক কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাহেব আলী, হাজী সরাজ মিয়া, সাইফুল ইসলাম মালিক, আবুল ফজল, মীর বাচ্চু, দেবপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমদ তালুকদার, বাউসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাসিতুর রহমান রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীনুর পাশা, আবুল কালাম মিঠু, যুবদল নেতা শেখ শিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহাগ আহমেদ চৌধুরী প্রমুখ। সভায় বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাচন বর্জনে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিহাব আহমেদ চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া বলেন- বতর্মান সরকারে পাতানো নির্বাচনে বিএনপি যাবেনা, আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে অবৈধ শেখ হাসিনা সরকারে অধিনে জাতীয় নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি, ঠিক তেমনি ভাবে উপজেলা পরিষদ নির্বাচনেও জনগণ বর্জন করবে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হলে কিংবা কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিলে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজীবন দল থেকে বহিষ্কার করা হবে। শেখ সুজাত মিয়া- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে শিহাব আহমেদ চৌধুরীকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com