সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সিলেট কিশোর হত্যার দায়ে বানিয়াচঙ্গের যুবক আটক আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ ঘন্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা ॥ ভোগান্তি উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবাদ করা ভূমি বন্দোবস্ত বাতিল চায় নবীগঞ্জের সাতাইহাল সমবায় সমিতি

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘শ্রীমঙ্গল টি এস্টেট’কে দেয়া ৩৮৮ একর সরকারি খাস ভূমি থেকে প্রায় ৫৫ একর ভূমির বন্দোবস্ত আদেশ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় সাতাইহাল বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। সম্প্রতি হবিগঞ্জ জেলা প্রশাসন ১০ বছর (২০২৩-২০৩৩ সন) মেয়াদে চা চাষের জন্য ৩৮৮.৯৬ একর ভূমি শ্রীমঙ্গল টি এস্টেটকে বন্দোবস্ত প্রদান করেছে। সাংবাদিক সম্মেলন অভিযোগ করা হয়, উক্ত বন্দোবস্ত ভূমির মধ্যে ৫৫ একর ভূমিতে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল পূর্বপাড়া বহুমুখী সমবায় সমিতির সদস্যরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বের চুক্তিতে গবাদি পশু, হাঁস মুরগী পালন, মৎস্য চাষ, কাসাবা, লিচু, কাঠাল, মাল্টা, লেবু, কাজু বাদাম, কপি ও আনারসসহ বিভিন্ন অর্থকরী ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ২০০১ সাল থেকে জেলা প্রশাসনের নিকট উক্ত ভূমি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করে আসছেন। কিন্তু এ ব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে আরো বলা হয়, স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় ২০১১ সালে সমিতির পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ২০২০ সালে ভূমি সচিব আবেদন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেন। কিন্তু প্রশাসন এতে কর্ণপাত করেনি। উপরন্থ ২০২৩ এসে সমবায় সমিতিভূক্ত দুই শতাধিক পরিবারের জীবিকার অবলম্বন ৫৫ একর ভূমি চা বাগানকে দেয়া বন্দোবস্ত ভূমির সাথে অন্তর্ভুক্ত করেছে। নবীগঞ্জ ভূমি অফিসার ও কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী সরেজমিন তদন্তকালে সমবায় সমিতির চাষাবাদ করা ভূমির বিষয়টি উপেক্ষা করে গেছে। অথচ মাঠ জরিপ নকশায় সমিতির সাথে চুক্তিবদ্ধ বোটানিক ইন্ট্রিগ্রেটেড এগ্রো লি. দখলদার রয়েছে বলে উল্লেখ আছে।
সংবাদ সম্মেলন আরও অভিযোগ করা হয় যে, বন্দোবস্ত প্রাপ্ত কোম্পানি ইতিমধ্যে চা উৎপাদনে সক্ষমতা হারিয়েছে বলে চিহ্নিত হয়েছে। তারা দেশের একটি প্রভাবশালী আবাসন কোম্পানির সাথে গোপনে চুক্তিবদ্ধ হয়ে চা চাষের নামে বিপুল পরিমাণ সরকারি ভূমি বন্দোবস্ত নিয়েছে। প্রকৃতপক্ষে এখানে কোন চা চাষ হবে না। অন্য কোন বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার ফন্দি করা হচ্ছে। এমতাবস্থায় তারা তাদের চাষাবাদ করা ভূমি বন্দোবস্ত থেকে বাদ দেয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দরা বলেন, রুটি-রুজির একমাত্র অবলম্বন উক্ত ভূমির দখল তারা ছাড়বেন না। প্রয়োজনে জীবন দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবেন। এক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসন দায়ি থাকবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদ (বীর প্রতিক)। এতে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ইসমাইল মিয়া, তফিল মিয়া ও আব্দুল হাইয়িদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com