স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এ্যলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা বিষয়ক সেমিনার ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এ সেমিনার অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এ্যলামনাই এসোসিয়েশন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ শফিউল আলম চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহরুল ইসলাম, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এস আই, শাহ আলম, অন্তরঙ্গ সংসদের সাধারণ সম্পাদক হাসবী সাঈদ আহমদ চৌধুরী, বৃন্দাবন কলেজের প্রথম বর্ষের ছাত্র অর্নব চৌধুরী মিঠুন, ছাত্রী মোবাশ্বিরা ইসলাম এশা, অনুষ্ঠান পরিচালনা করেন জারীন তাসলিম পপি।
প্রধান অতিথি এমপি আবু জাহির তার বক্তব্যে বলেন-মাদকের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সামাজিক আন্দোলনে একযোগে কাজ করতে হবে। বিপদগামী মাদকসেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে চুরি-ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপ এ জড়িয়ে পড়ে। এমনকি খুন খারাপি করতেও দ্বিধাবোধ করে না। তিনি বলেন ইতিঃপূর্বে আমেরিকায় অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এ্যলামনাই এসোসিয়েশন পক্ষে সভাপতি মোঃ আলমগীর মিয়া ও সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি রানা প্লাজায় কর্মরত হবিগঞ্জের নিহত শ্রমিকদের ৬ লাক্ষাধিক টাকা, শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও জনৈক ক্যান্সারে আক্রান্ত রোগীকে ২ লাখ টাকা অনুদান প্রদান করে বিশেষ অবদান রেখেছে।
সেমিনারের পূর্বে বৃন্দাবন কলেজের ছাত্র-ছাত্রীরা র্যালীযোগে সেমিনারে অংশগ্রহণ করে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্র, অভিভাবক, রাজনীতিবিধ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।