সোমবার, ১৯ মে ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

এ্যলামনাই এসোসিয়েশনের সভায় এমপি আবু জাহির- মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এ্যলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা বিষয়ক সেমিনার ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এ সেমিনার অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এ্যলামনাই এসোসিয়েশন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ শফিউল আলম চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহরুল ইসলাম, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ এস আই, শাহ আলম, অন্তরঙ্গ সংসদের সাধারণ সম্পাদক হাসবী সাঈদ আহমদ চৌধুরী, বৃন্দাবন কলেজের প্রথম বর্ষের ছাত্র অর্নব চৌধুরী মিঠুন, ছাত্রী মোবাশ্বিরা ইসলাম এশা, অনুষ্ঠান পরিচালনা করেন জারীন তাসলিম পপি।
প্রধান অতিথি এমপি আবু জাহির তার বক্তব্যে বলেন-মাদকের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সামাজিক আন্দোলনে একযোগে কাজ করতে হবে। বিপদগামী মাদকসেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে চুরি-ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপ এ জড়িয়ে পড়ে। এমনকি খুন খারাপি করতেও দ্বিধাবোধ করে না। তিনি বলেন ইতিঃপূর্বে আমেরিকায় অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এ্যলামনাই এসোসিয়েশন পক্ষে সভাপতি মোঃ আলমগীর মিয়া ও সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি রানা প্লাজায় কর্মরত হবিগঞ্জের নিহত শ্রমিকদের ৬ লাক্ষাধিক টাকা, শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও জনৈক ক্যান্সারে আক্রান্ত রোগীকে ২ লাখ টাকা অনুদান প্রদান করে বিশেষ অবদান রেখেছে।
সেমিনারের পূর্বে বৃন্দাবন কলেজের ছাত্র-ছাত্রীরা র‌্যালীযোগে সেমিনারে অংশগ্রহণ করে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্র, অভিভাবক, রাজনীতিবিধ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com