শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অলিপুর থেকে অচেতন অবস্থা এক নারী উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রয়াত শিল্পী ভুপেন হাজারিকার এ গানের বাস্তব চিত্র ভিন্ন দেখা গেছে। গতকাল সোমবার দুপুরে ৩৫ বছর বয়সী এক নারী অলিপুর প্রাণ কোম্পানীর গেইটের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলেও কেউ থাকে বাঁচাতে এগিয়ে আসেনি। অবশেষে শায়েস্তাগঞ্জ থানার এসআই জীবন রায় ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
গতকাল রাত ১০টায় হাসপাতালের ৬তলায় গিয়ে দেখা যায়, ওই নারী দুপুর থেকে পড়ে থাকলেও ওষুধতো দুরের কথা, চিকিৎসার জন্য কোনো নার্স বা ডাক্তার এগিয়ে আসেনি। এ বিষয়ে এক নার্সের সাথে আলাপকালে জানান, অজ্ঞাত রোগী। চিকিৎসার খরচ কে বহন করবে ?।
ইতোমধ্যে তার দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পাশে বিড়াল ছানারা রোগীর আশেপাশে ঘুরাফেরা করছে। এ রিপোর্ট লেখাকালে তার জ্ঞান ফিরে আসেনি। তবে ডাক্তার জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক। সিলেট প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এসআই জীবন রায় জানান, আমি উদ্ধার করে ভর্তি করেছি। বাকী কাজ সদর থানা ও হাসপাতাল কর্তৃপক্ষ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com