স্টাফ রিপোর্টার ॥ দেশের বৃহত্তম নীট কম্পোজিট টেক্সটাইল হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম নীট কম্পোজিট পরিবেশ বান্ধব সনদ লাভ করেছে। মাধবপুরের শিল্পনগরী নয়াপাড়ায় অবস্থিত এ ফ্যাক্টরিটি নতুন কনষ্ট্রাকশন শ্রেনীর ইউএসএ’র ইউএসজিবিসি দ্বারা প্রদানকৃত লীডগ্রীন সনদ অর্জন করেছে। ৪৪ হাজার ৯শ ৭১.৩৮ বর্গফুট জায়গার উপর নির্মিত ফ্যাক্টরিটির উৎপাদন ব্যবস্থা, দক্ষ লাইটিং ডিজাইন, এইচবিএসি ডিজাইন, পানির সাশ্রয়ী ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার, ন্যুনতম গ্যাস ব্যবহার দ্বারা গরম পানির ব্যবস্থা এবং বাস্পিঘনিভবনের মাধ্যমে সুনিয়ন্ত্রিত। এ সকল বাবস্থাপনার কারনে সায়হাম নীট কম্পোজিট এ সনদ লাভ করে।
কোম্পানিটি ইন্টেরিয়র লাইট দ্বারা ১৬.৯%, এইচবিএসি দ্বারা ৮২.৭%, এক্সিটিরিয়র লাইট দ্বারা ৭৬.৪% এবং ভেন্টিনেশন ফ্যান দ্বারা ৮২.৭% শক্তি সাশ্রয় ছাড়াও ব্যবহারকৃত পানি পরিশোধনের পর ফ্যাশিং ও গার্ডেনিংএ ব্যবহার দ্বারা শতভাগ পানি সাশ্রয়, লো ফো ফিক্সার ব্যহারের মাধ্যমে ৫০% পানি ব্যবহার কমানো, প্রক্রিয়াজাত করনের মাধ্যমে ব্যবহৃত মালামালের ১০% ব্যবহার ও ১০% স্থানীয় মালামাল ব্যবহার করেছে এ কোম্পানী। বর্তমানে কোম্পানীটি এইচএন্ডএম, এমএন্ডএস, মাদারকেয়ার ও ইসিজিসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্রান্ডেড বায়ারের সাথে কাজ করছে। এ ছাড়া লিভিস ও ইউনিকলো ব্রান্ডেড বায়ারের সাথেও কাজ করার জন্য বাণিজ্যিকভাবে প্রক্রিয়াধীন রয়েছে। শতভাগ রপ্তানী মূখী এ কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহম্মেদ।