মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ নির্বাচনে অনিয়ম-জালিয়াতি বরদাশত করা হবে না নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামীর পক্ষে শালিসনামা প্রদানের অভিযোগ সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন ৪ সদস্য চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতায় তৃনমূলের জনপ্রিয় প্রার্থী রায়হান উদ্দিন নসরতপুরে মাইক্রোবাস চালককে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মারধোর করার অভিযোগ ॥ সড়ক অবরোধ মাতৃমঙ্গলের আয়া চন্দনার বিরুদ্ধে ক্লিনিকে রোগীর পাঠানোর অভিযোগ শহর থেকে আবারও মোটর সাইকেল চুরি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নজরুল গ্রেফতার নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে মসজিদের নামে ভূমি দখলের চেষ্টা ॥ সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট টাইম শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে অন্যের ভূমি মসজিদের নামে সাইন বোর্ড ব্যবহার করে জবর দখলের চেষ্টা করছেন একদল ভুমি খেকো। এনিয়ে দু’দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মায়ানগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ-বাহুবলের প্রাক্তন এমপি মরহুম খলিলুর রহমান চৌধুরী রফি’র মালিকানাধীন ২৬ শতক ভূমি খরিদ করেন মায়ানগর গ্রামের আছিয়া খাতুন ও তার মেয়ে জায়েদা খাতুন। কিন্তু কাগজ জটিলতায় ১৯ শতক রেজিস্ট্রারী হলেও ৭ শতক ভূমি পরবর্তীতে রেজিস্ট্রারী করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একখানা স্মরনার্থ লিপি প্রদান করেন। দীর্ঘদিন ধরে আছিয়া খাতুন ও জায়েদা বিবি উক্ত ভূমি ভোগ দখল করে আছেন। সম্প্রতি একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোশাহিদ আলী, টেনাই মিয়ার ছেলে জামির মিয়া, তাবেদ আলী, মর্তুজ আলী, জসিম মিয়া গংরা মসজিদ নির্মাণের নামে আছিয়া খাতুনের দখলীয় ভূমি জবর দখলের চেষ্টা করে। এ নিয়ে আছিয়া খাতুন ও জায়েদা খাতুন বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করলে পুলিশ বিরোধীয় ভূমিতে কোন কাজ কর্ম না করার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু দখলকারীরা আইনের তোয়াক্কা না করে বৃহস্পতিবার সকালে জোরপূর্বক ওই ভূমিতে জবর দখলের চেষ্টা করলে নিরীহ আছিয়া খাতুন বাধাঁ প্রদান করেন। ফলে তারা উত্তেজিত হয়ে আছিয়া খাতুনের বাড়ী ঘরে হামলা করেন। উল্লেখ্য, মোশাহিদ আলী, তার ভাই সদর উদ্দিন, জামির মিয়ার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন চুরি ডাকাতির মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে। উক্ত ভুমি দখল-বেদখল নিয়ে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়া মায়ানগর গ্রামবাসীর জামে মসজিদ থাকা সত্বেও প্রায় ৫০ গজের মধ্যে কয়েক পরিবার মসজিদের নাম ব্যবহার করে নিরীহ আছিয়া খাতুনের দখলীয় ভুমি জবর দখলের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com