শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ॥ নবীগঞ্জে লোডশেডিংয়ের যন্ত্রনায় অতিষ্ট জনপদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৩৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুৎের খামখেয়ালীপনায় ও ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ট পৌর এলাকাসহ উপজেলার ৩৫৪ গ্রামের সাধারন মানুষ। এই আছে এই নেই, এটিই হলো বর্তমান সময়ে নবীগঞ্জের প্রতিদিনের চিত্র। সাধারন মানুষকে কোন রকম অবগতি বা নোটিশ ছাড়াই সারা দিন বিদ্যুৎ বিহীন থাকতে হচ্ছে উপজেলার সকল মানুষকে। তবে শহরে লোডশেডিং এর মাত্রা কিছুটা কম সময় থাকলেও গ্রামআঞ্চলে এর ভুগান্তি চরম আকার ধারন করে। ঘনঘন লোডশেডিং চরম দূর্ভোগে ফেলেছে সাধারণ মানুষকে। বিদ্যুতের এ রকম ভেলকীবাজী দেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ œ বাংলার জনগণ দেখে ছিল তা হয়তবা বাস্তবে পূরণ হবেনা কখনো এই ধারনা অনেকেরে মনে। লোাডশেডিংয়ের কোন নিয়ম নীতির বালাই নেই নবীগঞ্জে। অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে আমরা পূর্ব থেকে প্রস্তুত থাকতে পারি। এ অবস্থায় লোডশেডিং চলতে থাকলে বিদ্যুৎ সংযোগ না থাকাই ভালো। লোডশেডিং চরম আকার ধারণ করার ফলে বিপাকে পরেছেন স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থী, ব্যবসায়ী, খলকারখানার মালিকগন, সংবাদকর্মীসহ সাধারণ মানুষ। হঠাৎ করে ঘন ঘন লোডশেডিং হওয়ার ফলে সাংবাদিকদের পরতে হয় নানান বিপাকে। কেননা নির্দিষ্ট সময়ে সংবাদ না পাঠালে তা প্রকাশের উপযোগী হয়না। শুধু সাংবাদিদের নয় ব্যবসায়ীদেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। যার ফলে লোকসান গুনতে হচ্ছে প্রতি মাসে। তাছাড়া বিদ্যুতের আলোতে পড়াশোনা করে অভ্যস্থ ছাত্র-ছাত্রীরা বিদ্যুৎ বিহীন অবস্থায় নিয়মিত পড়াশোনা করতে পারে না। সামান্য বৃষ্টি ও বাতাসের আভাস পেলেই পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ কোন রকম অবগতি ছাড়াই বিদ্যুত লাইন বন্ধ করে দেয়। বিদ্যুত না থাকার কারন জানতে চেয়ে অফিসে একাধিক বার ফোন করলেও রিসিভ করা হয় না। আর ফোন রিসিভ করলেও প্রতিদিনই থাকছে কোন না কোন সমস্যা। অথচ সমস্যা সমাধানে দক্ষ লোক নিয়োগ দিচ্ছেনা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সাধারণ মানুষ মনে করেন এই ধরণের সমস্যার জন্য পল্লী বিদ্যুতের নিয়মিত অনিয়ম ও খায়খেয়ালীপনাই দায়ী। এছাড়া পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিটি কর্মচারী কর্মকর্তা দুর্নীতি অনিয়মের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকা ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে গ্রাইকদের। নতুন সংযোগ নিতে গেলে দালালদের খপ্পড়ে পড়ে হয়রাণীর শিকার হতে হয় সাধারন জনগণকে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেও কোন প্রতিকার পাননি সাধারন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com