শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

বানিয়াচং বড়বাজারে সরকারি জায়গায় শেড নির্মাণে বাঁধা দেয়ায় আবদাল হোসেন খানের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং বড়বাজারের মাছবাজারে সরকারী জায়গায় সরকারীভাবে অনুমোদিত শেড নির্মাণে বাঁধা দেয়ায় বানিয়াচং সিনিয়র আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খানের বিরুদ্ধে বড়বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, দোকান মালিকগণের সমন্বয়ে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় মাছবাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন।
এতে বক্তব্য রাখেন ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মাওলানা আতাউর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ নমীর আলী, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল গণি, বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ মোতাব্বির হোসেন খোকন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ হান্নান মিয়া, মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ ইমরান মিয়া, দপ্তর সম্পাদক শেখ মোঃ আলমগীর মিয়া, কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম, প্রচার সম্পাদক মোঃ নুরুল আমীন, পুরান তোপখানা মহল্লার সর্দার মোঃ মাসুম খান, ব্যবসায়ী সুমন আহমেদ, মৎস্যজীবিদের পক্ষে বক্তব্য রাখেন ইনছাব আলী মেম্বার, মালুম মিয়া, হাফিজ মিয়া, শমসের আলী মেম্বার।
বক্তারা বাজারবাসীর স্বার্থে দ্রুত মাছবাজারে শেড নির্মাণ করে বাজারবাসীর দূর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি বেআইনীভাবে সরকারী জায়গায় সরকারী স্থাপনা তৈরীতে বাঁধা দেয়ায় প্রিন্সিপাল আব্দাল হোসেন খানের প্রতি প্রতিবাদ সভা থেকে চরম ক্ষোভ প্রকাশ করা হয়। বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন’র বিরুদ্ধে প্রিন্সিপাল আব্দাল হোসেন খান মিথ্যাচার করায় উক্ত সভায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী একটি নিন্দা প্রস্তাব উপস্থাপন করলে সভায় উপস্থিত সহস্রাধিক ব্যবসায়ী হাত উঠিয়ে তা সর্ব সম্মতিক্রমে সমর্থণ করেন। পাশাপাশি প্রিন্সিপাল আব্দাল হোসেন খান’র খামখেয়ালীপনার কারনে শেড নির্মাণের প্রকল্পটি বাতিল হলে এর দায়ভার উনাকেই বহন করতে হবে বলে ব্যবসায়ীগণ হুশিয়ারী প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com