শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

শিল্পনগরীতে ভ্র্যামমান আদালতের অভিযান ॥ প্রাইম ফুডকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বেকারী ও কনফেকশনারীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, মিষ্টিসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। এ সময় তথ্য গোপন করার অপরাধে বিসিক শিল্প নগরীতে অবস্থিত প্রাইমফুড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে নানা কারণে সতর্ক করে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশাদুল হক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে প্রাইমফুড নামে ওই ব্যবসা প্রতিষ্ঠান ভ্রাম্যমান আদালতকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ধারায় ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানা গেছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com