বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বানিয়াচঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি রুয়েল ॥ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে পুরো বিদ্যালয়কে সাজানো হয় বর্ণিল সাজে। বুধবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অত্র বিদ্যালয়ের ছাত্র, শিক্ষকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সহকারী শিক্ষক সোনিয়া ইকবাল শম্পার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবাগত সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়, আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন, সাবেক অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান খান। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম রব্বানী, দীপক কুমার ঘোষ,ফারহানা খানম, মোঃ নানু মিয়া, মোঃ কাজল মিয়া,জাহিদুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী সুমন, ইমদাদুল হক, ছাদিকুল ইসলাম, আনোয়ার মিয়া, মোফাজ্জ্বল হক মকুল, আব্দুল হাই, সুকেশ পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। প্রধান অতিথির বক্তব্যে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ রচনার যে রূপকল্প ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সহ-শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। এই পদক্ষেপর অংশ হিসেবেই সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলাসহ সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার উপর সমান গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কখনো নিজের মাটিকে ভূলে যাবেন না, নিজে যত ভাল অবস্থানেই থাকেন না কেন, অতীতকে কখনো ভূলে যাবেন না। কারন অতীত আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের নিজ সন্তানের মত ভালবাসা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে পড়াতে হবে যাতে করে আজকের ছাত্ররা আগামী বাংলাদেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। কারন আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। অতএব তাদের সেভাবেই প্রস্তুত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ছাত্র জীবনটা অনেক মূল্যবান সময়, এই সময়টা কোন অবস্থায়ই অবহেলায় কাটানো যাবে না। ছাত্র জীবেনর সামান্য অবহেলা সারা জীবনের দুঃখের কারন হয়ে থাকবে। ছাত্রছাত্রীদের ফেইসবুক, টিকটক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে তিনি অনুরোধ জানান। অনুষ্ঠানের শেষাংশে নবাগত সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল’র হাতে বিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক তুলেদেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন ইভেন্টের বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com