শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের ডাকঘর এলাকায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন হবিগঞ্জ-সরাইল মহাসড়কে লাখাই অংশ সংযুক্ত করতে মন্ত্রণালয়ের কমিটি গঠন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আসামী বড়ইউড়ি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ গ্রেফতার হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা বাহুবলে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আটক মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নবীগঞ্জে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২ ঝাঁকজমকপূর্ন পরিবেশে যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইনক’র বার্ষিক বনভোজন ও মিলন মেলা

জেলায় উৎসবমুখর পরিবেশে ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ভোটারদের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন প্রতিশ্রুতি এবং নিজের পরিচিতি সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে শুরু করা হয়েছে প্রচারণা। এর আগে সোমবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামি ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা)।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৯ প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামি ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালি আঁশ), বিএনএম এর এসএএম সোহাগ (নোঙর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ও বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ (ডাব)।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের ৯ প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মোঃ বদরুল আলম সিদ্দিকী (নোঙর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান (ডাব) ও মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান (ছড়ি)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের ৮ প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরি (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো. মুখলেচুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন (চেয়ার) ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি)।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com