রবিবার, ১২ মে ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ মার্ডার মামলার প্রধান আসামী বদির ব্রাহ্মবাড়িয়া থেকে গ্রেপ্তার ॥ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ॥ শিক্ষক রিপন দাস ও নিম্নমান সহকারী রুমেন চৌধুুরী বরখাস্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির সদর থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি আটক ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারকে সুরবিতানের সংবর্ধনা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক টিপুকে সমর্থন ও সহযোগিতার আহ্বান ॥ ১৮ মে শনিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমাবেশ আগুয়া গ্রামে সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে দেখতে গেলেন এমপি রুয়েল ও সাংবাদিক পাবেল

হবিগঞ্জে বিজয় দিবসে গণঅধিকার পরিষদের ভিন্নধর্মী প্রতিবাদ

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে হবিগঞ্জ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সাথে সাথে স্মৃতিসৌধের সামন থেকে বর্তমান সরকারের অরাজকতার তীব্র প্রতিবাদ করেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
তিনি বলেন, বাংলাদেশে বিরাজনীতিকরণ চলছে। সরকার একটি প্রহসনের ড্যামি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতা রক্ষার্থে আসন ভাগাভাগির যে অদ্ভুদ খেলা শুরু হয়েছে দেশ-বিদেশে আজ তা প্রশ্নবিদ্ধ। যা দেশকে একটি অর্থনৈতিক দুর্ভিক্ষের দিকে ক্রমাগত ঠেলে দিচ্ছে। এটা কেমন নির্বাচন! এটা কেমন গণতন্ত্র! আমরা বিজয়ের এই দিনে সৃতিসৌধের সামন থেকে এই ফ্যাসিস্ট সরকারের ড্যামী নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।
তিনি আরো বলেন, বিজয়ের ৫২ বছরে এসেও আজ কেনো দেশের শীর্ষ আলেমগণসহ বিভিন্ন বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার পক্ষ থেকে জাতিকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। একইসাথে তিনি ৭১ এর চেতনা ফিরিয়ে গনতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। গত শনিবার সকালে গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামন থেকে এক র‌্যালির মাধ্যমে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দগণ। এতে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব আবুল হোসেন জীবন, পৌরসভার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, সদর উপজেলার আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, সদস্য সচিব মনিরুল ইসলাম হিরা মিয়া, পৌরসভার সদস্য সচিব এম দুলাল, যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোঃ মানিক মিয়া, হবিগঞ্জ পৌর শাখার যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবির, হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হান্নান পাটুয়ারী, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক নাসির উদ্দিন, সহ সমন্বয়ক শাহাবুদ্দিন জহিরুল, নারী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক কাজল রেখা, গণঅধিকার পরিষদ গোপায়া ইউনিয়নের সমন্বয়ক শামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য মাহদী হাসান, লস্করপুর ইউনিয়নের মোঃ টিটু মিয়া, যুবনেতা আরিফ খান জয়, যুবনেতা মোঃ লিটন খাঁন, যুবনেতা সাগর মিয়া, শিপন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com