সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই, ওরে ভয় নাই নিশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই, তার ক্ষয় নাই” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রথমে কলেজ সংলগ্ন জন্তরী গ্রামে অবস্থিত শহীদ বুদ্ধিজীবির স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাপক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন দেলোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মিন, ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতিক), বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মুরর্শেদ ইউ জামান চৌধুরী, প্রানীসম্পদ কর্তকর্তা ডাঃ সাইফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ফয়জুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাশ, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী মনোরঞ্জন দাশ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও নাজির মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুল আউয়াল গীতা পাঠ করেন জিতেন্দ্র সরকার।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবিদের রূহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com