স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল বারিক তালুকদার আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি–রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ৩ পুত্র সন্তানসহ নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকা্ক্ষংী রেখে গেছেন।
প্রবীণ মুরুব্বি আব্দুল বারিক তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেট থেকে মরদেহ বাড়িতে আসার পর তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য তার বাসভবনে মানুষের ঢল নামে। বিকাল ৪.৩০ মিনিটে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন- বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, হরিধরপুর শাহ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তাকীম বিল্লাহ, দুর্লভপুর মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আলিম আল-জাকারিয়া, মরহুমের পুত্র আব্দুল হামিদ তালুকদার ও মরহুমের ভাতিজা আব্দুল হান্নান তালুকদার। জানাজায় ইমামতি করেন, মরহুমের পুত্র হাফেজ মোঃ আবুল কাস। জানাজা অংশগ্রহণ করেন, স্থানিয় মেম্বার, এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দ, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ। জানাজা শেষে, মরহুম আব্দুল বারিক তালুকদারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।