প্রেস বিজ্ঞপ্তি \ বৃন্দাবন সরকারি কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েন এর অভিষেক, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। গত শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনাতয়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ সুলতান মোঃ কাওছার ও সেক্রেটারী আজিজুল ইসলাম বাদল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সম্মানিত অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, বিশেষ অতিথি ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামাল হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ রাসেল আহমেদ। এসোসিয়েশনের নেতৃবৃৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আল-আমিন সুমন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আদনান সামি গানিম, যুগ্ম সাধারণ সসম্পাদক তোফাজ্জল হক, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন জসিম, প্রচার সম্পাদক দ্বীন ইসলাম সেলিম, শিক্ষা সম্পাদক তুষ্টি চক্রবর্তী, সমাজসেবা সম্পাদক মফিজুর রহমান নাবিল, কার্যনির্বাহী সদস্য শেখ মো: আব্দুল আওয়াল, সৈয়দ আমিনুল ইহসান তাইফ।