রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

হবিগঞ্জে ৩ লাখ ৪৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১২ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে হবিগঞ্জের ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন শিশুকে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিক সাথে প্রেসব্রিফিংকালে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন অফিস হবিগঞ্জের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে আগামী ১২ ডিসেম্বর জাতীয় এপ্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ জন সবুজ রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে পরিবার ও পরিকল্পনা বিভাগের ৪৪৭ জন, স্বাস্থ্য বিভাগের ২৬৬ জন মাঠ কর্মী দায়িত্ব পালন করবেন এবং ১ হাজার ৮৮৬ টি ইপিআই কেন্দ্রের স্থায়ী, অতিরিক্ত ও আউটরিচ এবং ২১৫ টি সিএইচপিতে একযোগে কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইনে ৩ হাজার ৭৭০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদার এর পরিচালনায় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, এডঃ সফিকুর রহমান চৌধুরী, এডঃ রুহুল হাসান চৌধুরী, হারুনুর অর রশিদ চৌধুরী, মোহাম্মদ শাবান মিয়া, চৌধুরী মোঃ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ্ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান প্রমূখ। ব্রিফিংয়ে টিকার উপকারীতার বিভিন্ন বিষয় তুলে ধরেন মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এম ও ডি সি) ডা. শরীফ মো: সানজিদ জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com