স্টাফ রিপোর্টার ॥ সিলেটের এক সিভিল ইঞ্জিনিয়ারকে ধরে এনে নবীগঞ্জের পল্লীতে ৫ দিন ধরে আটকে রেখে নির্যাাতনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গতকাল রাত ১১ টার দিকে ইঞ্জিনিয়ারকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে প্রশাসন সহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশ ও সিভিল ইঞ্জিনিয়ার অমিতাব দেব এর পরিবার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হেরা ব্রিকফিল্ডের মালিক ও সিলেট হেরা ইনফার টাকচার ডেভলাপমেন্ট লিঃ এর পরিচালক ফারুক আহমদ, তার দুই ভাই ফুলকাছ মিয়া ও বকুল মিয়া তাদের কোম্পানীর ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৫দিন পূর্বে সিলেট সুবিধবাজার এলাকা থেকে সিভিল ইঞ্জিনিয়ার অমিতাব দেবকে ধরে নিয়ে আসেন। তাদের গ্রামের বাড়ি উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামে একটি ঘরে হাত-পা বেঁধে রাখা হয়। নির্যাতনেরও অভিযোগ রয়েছে। একপর্যায়ে ইঞ্জিনিয়ার অমিতাব দেব এর আত্মীয় স্বজনকে ফোন করে জানানো হয় ৬০ লাখ টাকা পরিশোধ করে তাকে ছাড়িয়ে নিতে হবে। অমিতাব দেবের আত্মীয় স্বজন ১০ লাখ টাকা দিতে রাজি হলেও এতে সায় দেননি আটককারীরা। এতে অসহায় হয়ে অমিতাব দেব এর আত্মীয় স্বজন গোপনে বিষযটি প্রথমে নবীগঞ্জ থানার ওসিকে মোবাইল ফোনে জানান। কিন্তু তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় নিরুপায় হয়ে সহকারী পুলিশ সুপার নাজমুল হোসেনকে বিষয়টি জানানো হয়। পরে সহকারী পুলিশ সুপার নাজমুল হোসেনের তত্বাবধানে এসআই সুধিন এর নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাত ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফারুক আহমদের বাড়ির বসত ঘরে একটি কক্ষ থেকে অমিতাব দেবকে উদ্ধার করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি তদারকি করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপারে নেতৃত্বে একটি তদন্ত দল বিষয়টি খতিয়ে দেখছিলেন।
এ ব্যাপারে এ এসপি নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা আটকের উদ্দেশ্য ও কারন খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে এসআই সুধিন চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিভিল ইঞ্জিনিয়ার অমিতাব দেব এর পরিবারের দাবী তাকে অপহরণ করা হয়েছে। অপর দিকে হেরা ইনফার টাকচার ডেভলাপমেন্ট লিঃ কতর্ৃৃপক্ষের দাবী অমিতাব তাদের কোম্পানীর ৬০/৬৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়টি মিমাংসার জন্য অমিতাব তাদের বাড়ি এসেছেন। তাকে তারা অপহরণ করেন নি। তিনি জানান, উভয় পক্ষের বক্তব্য যাচাই বাচাই করা হচ্ছে।