বাংলাদেশ যাতে জঙ্গীবাদী রাষ্ট্রে পরিনত না হয়
সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে -জেলা প্রশাসক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, প্রত্যেক মানুষের শরীরে শুভ এবং অশুভ শক্তি উভয়ই বিরাজ করে। আর শুভ শক্তির দৃষ্টান্ত স্থাপনের জন্য দেবী দূর্গার আর্বিভূত হয়েছিলেন। সমাজে শুভ শক্তি স্থাপনে মহালয়া কিছুটা হলেও ভুমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ যেন জঙ্গীবাদী রাষ্ট্রে পরিনত না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে স্ব স্ব ধর্মের রীতিনীতি পালন ও অনুসরন করতে হবে। তিনি গতকাল রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এবং সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের সম্পাদনায় মহালয়া ৬ষ্ট বর্ষ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়া সার্বজনীন পুজা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুর রউফ, জেলা প্রমাসক পতœী সুতপা মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক পতœী মাহফুজা জাফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পতœী সৈয়দা আশরাফ বানু, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লূৎফর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মোঃ আবুল কাশেম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির আহবায়ক সুবিনয় কর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাস, আখরা পুজা কমিটির সহ-সভাপতি অরবিন্দু বনিক, নিখিল পাল, শংকর চন্দ্র দেব, সাধারন সম্পাদক বিধান ধর, যুগ্ম সস্পাদক পবিত্র চন্দ্র বনিক, অর্থ সম্পাদক নৃপেন্দ্র পাল, সহ-অর্থ সম্পাদক অমলেন্দু সূত্রধর, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি এডঃ রাজিব কুমার দে তাপস, সাংগঠনিক সম্পাদক জন্টু চন্দ্র রায়, যুগ্ম সস্পাদক পিন্টু রায়, সুশান্ত বনিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রনব চন্দ্র দেব, সাংস্কৃতিক নেতা উজ্বল দাশ, রিপন কর, সুজয় বনিক, পলাশ বনিক, ঝুটন বনিক, ধ্র“ব বনিক প্রমূখ।
ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশে একটি সংকটময় মুহুর্ত চলছে। “৭১ এর পরাজিত শক্তিরা আবারো মাথাছাড়া দিয়ে উঠছে। তাদেরকে যেকোন মুল্যে প্রতিহত করতে হবে। যারা বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্টানে হামলা চালায় তাদেরকে প্রত্যাখ্যান করে আবারো আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে হবে।
জেলা শ্রমিক দল নেতৃবৃন্দের
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদি শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনুর নেতৃত্বে পৌর এলাকায় পুজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, রফিকুল হায়দার সিদ্দিকী সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খান, কুতুব উদ্দিন, কাজী আব্দুল ওয়াহাব বাবুল, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা শ্রমিক দলের সদস্য জয়নাল আবেদীন, গাজিউর রহমান, আব্দুল হাদি সোহাগ, নাসির উদ্দিন, আনিসুজ্জামান, মৎস্যজীবী দলের সদস্য তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কালীগাছতলা পূজা কমিটির সভাপতি অজিত রায়, পৌর কাউন্সিলর দিলীপ রায় উপস্থিত ছিলেন।
নবীগঞ্জে বিবিয়ানায় নতুন গ্যাস কুপ নির্মান
অধিগ্রহণকৃত ভূমি মালিকদের
মধ্যে চেক প্রদান শুরু
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডে নতুন ২টি গ্যাস কুপ নির্মানের জন্য অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরণসহ ভূমির মূল্য প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ১১ জন ভূমি মালিককে প্রায় আড়াই কোটি টাকার চেক প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার সকালে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার তাঁর কার্যালয়ে অধিগ্রহনকৃত ভূমির মালিকদের মধ্যে চেক প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক।
জানা যায়, এ প্রকল্পের আওতায় বিবিয়ানার সাউথ প্যাড ও ওয়েস্ট প্যাড নামীয় ২টি কুপ খননের জন্য ৩১.২৭ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহনকৃত শতাধিক ভূমি মালিকদের মধ্যে মূল্য বাবত প্রায় ২৪ কোটি টাকা প্রদান করা হবে। জেলা প্রশাসকের উক্ত চেক প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে গ্যাস সম্পদ প্রসারের ক্ষেত্রে এক নবদিগন্তের সুচনা হল।
এই ২টি প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে হবিগঞ্জসহ সাড়া দেশে গ্যাসের চাহিদা পূরনে অগ্রণী ভূমিকা রাখবে।
নবীগঞ্জে প্রাইম ফুডসের
নতুন শো-রুম উদ্বোধন
বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা নিয়ে প্রাইম ফুডস তাদের নতুন দিগন্তে যাত্রা শুরু করেছে নবীগঞ্জের শেরপুর রোডে।
গতকাল রবিবার নবীগঞ্জ শেরপুর রোডস্থ প্রাইম ফুডসের এক্সক্লুসিভ শো-রুম এর শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ফুডসের চেয়ারম্যান প্রফেসর নাজমূল হোসেন, এমডি কয়েস আহমেদ সিপন, ডিরেক্টর সোয়েবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ, বিগত ৫ বছর যাবত বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা দিয়ে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ বাজারে শো-রুমসহ প্রাইম ফুডস এর বিভিন্ন প্রকার খাবার সার্ভিস দেওয়ার মাধ্যমে প্রাইম ফুডস তাদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জে এই প্রথম প্রাইম ফুডস তাদের এক্সক্লুসিভ শো-রুম দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করল। প্রাইম ফুডস নবীগঞ্জবাসীসহ হবিগঞ্জের সর্বসাধারণের যে কোন ধরনের মান-সম্মত খাবারের নিশ্চয়তা দেওয়ার প্রত্যয়ে দ্রুত খাবার সেবা সার্ভিস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাইম ফুডসের ম্যানেমেন্টের পক্ষ থেকে সবাইকে দূর্গা পূজা ও ঈদুল উল আযাহার শুভেচ্ছা।
চুনারুঘাট সীমান্তে চামড়া চোরাকারবারিরা সক্রিয়
স্টাফ রিপোর্টার ॥ পশু কোরবানির ঈদ আসন্ন। চুনারুঘাট উপজেলার বিভিন্ন সীমান্তে সক্রিয় চামড়া পাচারকারীরা। বিভিন্ন সীমান্তে তাঁবু খাটাতে শুরু করেছে চামড়া পাচারকারীরা। প্রতি বছরের মতো এবারও সব ধরনের প্রস্তুতি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে চামড়া ব্যবসায়ী সিন্ডিকেট। চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পাচারের সব আয়োজন সম্পন্ন। আর এ কাজে বিনাসুদে লগ্নি করা হয়েছে লাখ লাখ টাকা। নিয়োগ করা হচ্ছে গরু ব্যবসায়ী ও কসাই ছাড়াও শত শত দালাল। তাদের হাতে তুলে দেয়া হচ্চে লাখ লাখ টাকা।
সূত্র জানায়, দেশের বাজারে চামড়ার দরপতন, চড়াসুদে ব্যাংক থেকে টাকা পেতে নানা ঝুটঝামেলা, চামড়া দিয়ে আড়তদারের কাছ থেকে টাকা তুলতে জুতো ক্ষয় অবস্থাকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে সীমান্তের ওপারের চামড়া শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও ওই সিন্ডিকেট তাদের এ দেশীয় আত্মীয়স্বজনের মাধ্যমে আগাম লগ্নি করছে লাখ লাখ টাকা। প্রায় ৩০ মাড়োয়ারি ও অবাঙালি ব্যবসায়ী সরাসরি এ কারবারের সঙ্গে জড়িত রয়েছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দিন দিন বাড়ছে চামড়া ব্যবসায়ী, কসাই আর দালালের ভিড়। চামড়া ব্যবসায়ীরা দালাল নিয়োগ করেছেন চামড়া কেনার জন্য। চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পাচারের জন্য সীমান্ত সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে চামড়া সংরক্ষণ আড়ত। চুনারুঘাটের গরু ব্যবসায়ী, কসাই ও চামড়া ব্যবসায়ী জানান, কোরবানি করা পশুর প্রায় ৬০ ভাগ চামড়াই হাত গলিয়ে সীমান্তের ওপারে চলে যায়। দেশীয় বাজারের চেয়ে ওপারের বাজারদর বেশি ও সুদ ছাড়া মোটা অঙ্কের আগাম পুঁজিপ্রাপ্তিই চামড়া পাচারে উৎসাহিত করছে বলে অনেক চামড়া ব্যবসায়ী মনে করছেন।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নেতবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শায়েস্তাগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হারুনসাই, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আসম আফজাল, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মঈনুল হাসান রতন ও সাংবাদিক মোঃ মহিবুর রহমান প্রমূখ।
শায়েস্তাগঞ্জ সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের আজ পুরস্কার বিতরণ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর নিকট থেকে রচনা আহ্বান করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় ক ও খ বিভাগে অংশগ্রহণ করে ৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়। এর মধ্যে ক বিভাগে শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ স্মাতক শ্রেণীর ছাত্রী হুসনা আক্তার কুরাইশী ১ম স্থান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার ২য় ও একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী শাহিনুর আক্তার রিপা ৩য় স্থান অর্জন করে। খ বিভাগে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জয়শ্রী পাল চৌধুরী ১ম স্থান ও একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তুলসী পাল বৃষ্টি ২য় এবং শানখলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ শাকিব ৩য় স্থান অর্জন করে। এছাড়াও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের রাসেল মিয়া ও তৃষ্ণা রানী দাস বিশেষ পুরস্কার লাভ করে। আজ বিকেল ৫ টায় উক্ত বিজয়ীদের মাঝে শায়েস্তাগঞ্জ সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এতে বিজয়ীসহ সর্বস্থরের জনসাধারণকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনবীর কুমার পাল চৌধুরী।
চৌধুরী বাজার সার্বজনীন পূজা
কমিটির উদ্দোগে বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ চৌধুরী বাজার সার্বজনীন পুজা কমিটির উদ্দোগে গতকাল শারদীয় দূর্গোৎসবের মহানবমীতে শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতথি ছিলেন, জেলঅ প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। এতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব হবিগঞ্জের প্রেসিডেন্ট জগদীস চন্দ্র মোদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ চৌধুরী, সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রাণেশ বণিক প্রমূখ। পরে প্রধান অতিথি এডঃ মোঃ আবু জাহির চৌধুরী বাজার সার্বজনীন পূজা কমিটির স্থায়ী পূজা মন্ডপ নির্মানের জন্য দুই লাখ টাকা অনুদান ঘোষনা দেন। এদিকে ঐতিহ্যবাহী নায়েবের পুকুর পাড়ে নির্মিত “শ্যামল ছায়া” চত্ত্ব¡রের শুভ উদ্ধোধন করেন। সদ্য দখল মুক্ত নায়েবের পুকুর সংরক্ষণ কমিটির উদ্দোগে নির্মিত চত্ত্বর এর উদ্ধোধন করেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। এসময় তিনি নায়েবের পুকুর পাড়ে বৃক্ষ রোপন করেন ও পুকুর পাড়ের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের পূজা মন্ডপ পরিদর্শন
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি গত ৩ দিনে উপজেলার চান্দপুর, আমু, নালুয়া, চন্ডীছড়া, বেগমখান, শ্রীবাড়ি, পারকুল, দারাগাঁও, চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা পূজা মন্ডপসহ প্রায় সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদানও বিতরণ করেছেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের সাথে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
বানিয়াচং নারী উন্নয়ন ফোরামের
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
বানিয়াচং নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল রবিবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সংগঠনের সভাপতি ও বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেরা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ দ্বিতীয়
রাউন্ডের খেলা জমজমাট পরিবেশে অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল পাঁচ মৌজা ফুটবল মাঠে গতকাল রবিবার জেলা প্রশাসক গোল্ডকাপ-২০১৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলা অত্যান্ত জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রায় ২০ হাজার দশর্কের উপস্থিতিতে উক্ত খেলায় অংশ গ্রহন করে সিলেট জেলা দল বনাম সুনামগঞ্জ জেলা দল। খেলার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। বিকাল ৩টায় খেলা শুরুর পূর্বেই খেলার মাঠ দর্শক কানায় কানায় পূর্ন হয়ে যায়। বিকাল সাড়ে ৩ টায় বিভাগীয় কমিশনার খেলার উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। উক্ত খেলায় জাতীয় দলের কয়েকজন খেলোয়ার অংশ গ্রহন করেন। সিলেট জেলা দলের পক্ষে জাতীয় দলের স্টাইগার ওয়াহেদ ও সুনামগঞ্জ জেলা দলের গোল রক্ষক জুবায়ের খেলায় সেরা নৈপূর্ন প্রদর্শন করেন। গোল রক্ষক জুবায়ের নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ নস্যাত করে দেন। তিনি প্রতি পক্ষের জাতীয় দলের স্টাইগার ওয়াহেদ এর জন্য দেয়াল হয়ে দাড়িয়ে ছিলেন। তিনবার তাকে একা পেয়েও জাতীয় দলের স্টাইগার ওয়াহেদ পরাস্থ করতে পারেননি। ফলে নির্ধারিত ৯০ মিনিট খেলা গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে সিলেট জেলা দল ৫-৪ গোলে সুনামগঞ্জ জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীন হয়। খেলা পরিচালনা করেন হবিগঞ্জে প্রখ্যাত ফুটবল রেফারী আব্দুল মতলিব মমরাজ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন সুনামগঞ্জ জেলা দলের গোল রক্ষক জুবায়ের। তার হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। খেলার শুরুর পূর্বে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, লাখাই উপজেলা চেয়ারম্যান রফিক আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, সিলেট স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক, নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাপ। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক, পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী প্রমূখ। খেলায় ধারাভাষ্য দেন আলী হোসেন রানা ও আব্দুল মজিদ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এদিকে পরে হবিগঞ্জ জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। তবে খেলায় সব ধরনের আয়োজন জমজমাট থাকলেও সংবাদকর্মীদের জন্য কোন ব্যবস্থাছিল না। সাংবাদিকদের জন্য নির্ধারিত কোন গ্যালারীর ব্যবস্থা না থাকায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায়।
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত ও ৫ জন আহত হয়েছে। এ সময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
গতকাল রবিবার সকাল ১০টায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারের নিকটে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের নিচে পিষ্ট হয়ে সাকিরুন বেগম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছাও মিয়ার কন্যা। অপর দিকে সকাল ১১টার দিকে নবীগঞ্জ-শেরপুর রোডের কুর্শি গ্রামের নিকটে মালবাহী ট্রাক ও ট্রাকটরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাহার উদ্দিন (২৫) ও তফাজ্জুল ইসলাম (২৮) নামে দুই জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ও অন্যান্যদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্টিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৩ উদযাপন উপলক্ষ্যে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় ‘‘প্রতিবন্দীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’’ শ্লোগানকে সামনে নিয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা হলরুমে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও পিআইও মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফখরুল আহসান চৌধুরী, উপজেলা রিসোর্স মোঃ মিছবাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, কাউন্সিলর মিজানুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক প্রমুখ।
আনজুমানে তালীমুল কোরআন বাংলাদেশ কেন্দ্রীয় রাবে ও খামিছ পরিক্ষায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার শত ভাগ সাফল্য
নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারো আনজুমানে তালীমুল কোরআন বাংলাদেশ ২০১৩ কেন্দ্রীয় রাবে ও খামিছ পরিক্ষায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা জিপিএ-৫সহ শত ভাগ পাশের সাফল্য অর্জন করছে। খামিছ জামাতের নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার ছাত্রসারা বাংলাদেশর মধ্যে মাদ্রাসার কৃতি ছাত্র নুরুজ্জামান ১ম স্থান ও ইমরান ৩য় স্থান অর্জন করেছে। মাদ্রাসার আরো ৭ জন ছাত্র ১ম স্থান অর্জন করেছেন। রাবে জামাতে ২টা মোমতাজ (বৃত্তি)সহ ১০ জন প্রথম স্থান অর্জন করেছেন। এর মধ্যে সাজ্জাদুর রহমান সোহান ও মিয়ানুর রহমান (ছুরুক) মোমতাজ পেয়েছেন। দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা আনজুমানে তালীমুল কোরআন বাংলাদেশ কেন্দ্রীয় রাবে ও খামিছ পরিক্ষায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা জিপিএ-৫সহ শত ভাগ পাশ করায় মাদ্রাসার শিক্ষক পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় আগামী রমযানেও আমাদের কার্যক্রম যথারিতি ভাবে পরিচালিত হবে।
নবীগঞ্জের কসবা গ্রামের রানা শেখের
এ্যালবাম “প্রথমা’র” মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মরহুম শেখ লিপাই মিয়ার পুত্র রানা শেখ এর প্রথম গানের এ্যালবাম ‘প্রথমা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর বেইলী রোডের মিউজিক্যাল ক্লাব ‘ক্যাফে-৩৩’ হলে এর মোড়ক উন্মোচন করেন অডিও-ভিডিও কোম্পানী অগ্নিবিনা জি-সিরিজ এর স্বত্তাধিকারী নাজমুল হোসেন ভূইয়া খালেদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সঙ্গীত পরিচালক ইবরার টিপু, হৃদয় খান, রাসেল খান, ঈশা খান দূরে, আতিক ডালিম, সঙ্গীত শিল্পী রানা শেখ ও সহশিল্পী ডাঃ ফাতেমা হাশেম।
উল্লেখ্য হবিগঞ্জের পুলিশ সুপার গীতিকার মোঃ কামরুল আমীনের লেখা “সবুজ মাঠে দাড়িয়ে থাকো তুমি কোন কিশোরী, তোমায় দেখে চোখের পলক ফেরাতে না পারি”, গীতিকার গুঞ্জন রহমানের ১টি ও রানা শেখের লেখা ৮টি গান নিয়ে সুর করেছেন গায়ক নিজেই। এ্যালবামের ১০টি গানের মধ্যে ৭টি একক সঙ্গীত পরিবেশন করেছন ব্যান্ড সঙ্গীতে বৃহত্তর সিলেটের ‘সুলতান’ হিসেবে খ্যাত রানা শেখ। এছাড়া ডাঃ ফাতেমা হাশেম রুপার সাথে যৌথ পরিবেশনায় ৩টি সঙ্গীত রয়েছে। তাছাড়া পুলিশ সুপার মোঃ কামরুল আমীনের লেখা “সবুজ মাঠে দাড়িয়ে থাকো তুমি কোন কিশোরী, তোমায় দেখে চোখের পলক ফেরাতে না পারি”, সারা জাগানো এ গানটি গ্রামীন ফোনের রিং টোন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নবীগঞ্জে বাস চাপায় শিশু
নিহত ॥ ৫ যাত্রী আহত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৫ জন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারের কাছে সড়ক পারপারের সময় সাকিরুন বেগম নামে ৬ বছরের এক শিশুকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছাও মিয়ার কন্যা। অপর দিকে সকাল ১১টার দিকে নবীগঞ্জ-শেরপুর রোডের কুর্শি গ্রামের নিকটে মালবাহী ট্রাক ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাহার উদ্দিন (২৫) ও তফজ্জুল ইসলাম (২৮)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে ও অন্যান্যদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
উদযাপন উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্টিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৩ উদযাপন উপলক্ষ্যে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় ‘‘প্রতিবন্দীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও পি.আই.ও মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফখরুল আহসান চৌধুরী, উপজেলা রিসোর্স মোঃ মিছবাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ নিলু, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, কাউন্সিলর মিজানুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক প্রমুখ।
মাধবপুরে ট্রেনে কাটা
পড়ে এক মহিলা নিহত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। গতকাল বেলা পৌনে ১১ টার দিকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ প্ল্যাটফর্মের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মহিলার নাম তারা বানু (৬০)। তিনি মির্জাপুর গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময়ে তারাবানু তার বাড়ির কাছের রেল সড়ক দিয়ে হেঁটে নোয়াপাড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মতিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবমী শেষে আজ বিজয়াদশমী
বরুন সিকদার ॥ নবমী শেষে আজ শুভ বিজয়াদশমী। দেবী দূর্গা তার পিত্রালয় ছেড়ে কৈলাসে ফিরবেন স্বামীর গৃহে। পরিসমাপ্তি ঘটবে এ বছরের হিন্দু সম্প্রদায়ের ৫দিন সবচেয়ে বড় পুজো শারদীয় উৎসবের। সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার প্রায় ৬ শতাধিক পূজো মন্ডপ প্রতীক্ষার প্রহর গুনবে আসছে বছরের মায়ের আগমনী বার্তায়।
সন্ধ্যার পরপর শহরের সবকটি পূজো মন্ডপের প্রতীমা প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুরাতন খোয়াই ব্রীজ সংলগ্ন ঘাটে প্রতীমা বিসর্জন করা হবে। এর জন্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা বিধানে দায়িত্বে থাকবে পুলিশ প্রসাশন। বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জন এর শুভ উদ্বোধন করবেন সদর আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
ধর্মীয় মতে জানা যায়, দশমীতে প্রাতঃকৃত্যাদি সম্পাদন করে যথাশক্তি দশোপাচারে দেবীর পূজো করে গনেশাদি দেবতাগণের পূজা করা হয়। অতঃপর দেবীঅঙ্গে সমস্ত আভরণশীল চিন্তা করে ঘটে জল নিয়ে মন্ত্র পাঠ করা হয়। মন্ত্র উচ্চারণ শেষে নির্মল জলের আধারে দর্পন বিসর্জন করা হয়। এছাড়াও বিজয়া দশমীতে অপরাজিতার পূজো করা হয়। বধুগণ স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় এবং সিথির সিদুর চির ভাস্বর রাখার মানসে বিভিন্ন দূর্গা দেবীকে বিদায় জানানো হয়। মায়ের চরনের আশীষ নেন শাখা ও সিথিতে। আর যজ্ঞ উপবীত লাল বা রঙ্গীন কাপড়ের সাথে শ্বেত অপরাজিতার লতা বেধে ভক্তরা হাতে পরে রাখি বন্ধন।
ব্যক্স নেতৃবৃন্দের হবিগঞ্জ
পৌর পূজা মন্ডপ পরিদর্শন
প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জ এর উদ্যোগে সভাপতি শাহবাজ চৌধুরী, সাধারণ সম্পাদক, সৈয়দ তোফায়েল ইসলাম কামালের নেতৃতে হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিবদর্শন করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যক্স) নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মোঃ নাছির উদ্দিন, হোসাইন আহাম্মেদ রানা,এন.এম ফজলে রাব্বি রাসেল, মোঃ নুরুল ইসলাম জুয়েল, মোঃ এনামুল হক শাহীন, পার্থ সারথি রায়, শাহ রাজিব আহমেদ প্রমুখ ।
এমপি প্রার্থী সৈয়দ আহমদুল
হকের পূজা মন্ডপ পরিদর্শন
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১০ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক হবিগঞ্জ ও লাখাই উপজেলার অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বিদের সার্বজনীন স্বারদীয় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গত তিন দিনে তিনি হবিগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও বিভিন্ন গ্রামে পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি সকল পূজারি ও সর্বস্তরের পূণ্যার্থীবৃন্দের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। তিনি গতকাল রবিবার হবিগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, নূরপুর ও নিজামপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে যান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ আম্বর আলী, এ এন বি নিউজ, হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বার্তার চিফ রিপোর্টার মোঃ রহমত আলী, মোঃ সামছুল হক।
খেলাফত মজলিসের
পরামর্শক সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী রবিবারের খেলাফত মজলিসের সভাকে সফল করতে শহর শাখার উদ্যোগে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় জেলা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, জেলা অফিস সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শাহিন, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, মোঃ রমজান মিয়া, মোঃ জুনেদ মিয়া প্রমুখ।
সভায় আগামী রবিবারে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মীলনীকে সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মসুচি হাতে নেয়া হয় এবং এতে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জনানো হয়।
বানিয়াচঙ্গে আন্তর্জাতিক
দুর্যোগ প্রশমন দিবস পালিত
মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ ‘‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বানিয়াচঙ্গেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৩। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় ইউএনও এসএম মুনীর উদ্দিন’র নেতৃত্বে একটি র্যালী উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এসআই দেবজিৎ সিংহ, যুগান্তর উপজেলা প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, বিআরডিবির চেয়ারম্যান ইমরান হাসান প্রমূখ।
হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা
বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার-এমএমসি’র সহযোগিতায় ও লোকাল গভর্নেন্স জার্নালিজম ফোরামের উদ্যোগে হবিগঞ্জ প্রেসকাবে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি’র ন্যাশনাল ডেস্ক ইনচার্জ পলাশ আহসান। এতে হবিগঞ্জের সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন- হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এডভোকেট মু. আমির হোসেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, বিটিভি প্রতিনিধি মোঃ আলমগীর খান, এসএ টিভি প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি মোঃ আব্দুল হালিম, যুগান্তর ও একুশে টিভি প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, দেশটিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, সময় টিভির মিলন রশীদ, টুয়েন্টি ফোরের শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন ও রুহুল হাসান শরীফ।
কর্মশালাটি পরিচালনা করেন এমএমসি’র ঢাকা অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ হাসান। কর্মশালায় স্থানীয় সরকার বিষয়ে ধারণা, প্রয়োজনীয়তা ও বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন পূঁজা মন্ডপ
পরিদর্শন করলেন ডাঃ মুশফিক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগের সাবেক জেলা সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, ধর্ম যার যার- দেশ সবার, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগ সরকারের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার সকল সম্প্রদায়ের মানুষের জানমাল এর নিরাপত্তায় সর্বাত্মক প্রদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সকল শক্তিকে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ এগোষ্ঠিকে নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরোও বলেন, শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইন শৃংখলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। যাতে সনাতন ধর্মীদের এই উৎসবে আইন শৃংখলা বিরোধী কর্মকান্ড না ঘটে।
তিনি গতকাল আউশকান্দি মিঠাপুর পূঁজা মন্ডপ পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আউশকান্দি মিঠাপুর পূঁজা মন্ডপে নগদ ২০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।
আসমা কিবরিয়ার সুস্থতায় দোয়া কামনা
স্টাফ রিপোর্টার ॥ মরহুম অর্থমন্ত্রী কিবরিয়া পতœী আসমা কিবরিয়ার সুস্থতায় দোয়া কামনা করেছেন তাঁর একমাত্র পুত্র অর্থনীতিবিদ ডঃ রেজা কিবরিয়া। আসমা কিবরিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তাঁর শরীরে সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়। ডঃ রেজা কিবরিয়া তাঁর মাতা আসমা কিবরিয়ার সুস্থ্যতার জন্য হবিগঞ্জ জেলা সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং মুসলমানদের পবিত্র ঈদুল আয্হা ও সনাতন ধর্মীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শংকর পাল
স্টাফ রিপোর্টার ॥ গত ৪ দিনের বানিয়াচঙ্গ-আজমিরীঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নের পূজা মন্ডল পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। পরিদর্শনকালে তিনি শারর্দীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সহযোগিতা আশির্বাদ কামনা করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন জাপা নেতা গৌরাঙ্গ চন্দ্র সরকার, আঙ্গুর মিয়া, সিদ্দিক আলী, সন্তোষ চৌধুরী প্রমুখ। ছবিতে একটি পূজা মন্ডপে জাপা নেতা শংকর পালের সাথে বানিয়াচঙ্গের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংবাদিক ইমদাদুল হোসেন খাঁন, আব্দুল হক মামুনকে দেখা যাচ্ছে।
মাধবপুরে মৎস্যজীবি সমিতির
টাকা আÍসাতের অভিযোগ
মাধবপুর প্রতিনিথি ॥ মাধবপুরে মৎস্যজীবি সমবায় সমিতির বিপুল পরিমাণ অর্থ ও কাগজপত্র আÍসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সমিতির সদস্য উপজেলা বাড়াচান্দুরা গ্রামের মানিক দাস অভিযোগকারী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একই গ্রামের সমিতির সদস্য জামাল মিয়ার ছেলে কায়সার আহমদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় ওই গ্রামের ২১জন মৎস্যজীবি স্টার রূপালী মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, নিবন্ধন নং- ৯৮৯ নামে একটি সমিতির মাধ্যমে উপজেলার বিভিন্ন বিল ও জলাশয় ইজারা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। উক্ত কায়সার আহমেদ প্রতারণার মাধ্যমে বিগত দুই বৎসরের মাছ বিক্রির ২ লাখ ৬০ হাজার টাকা আÍসাৎ করে সমিতির সমস্ত খাতাপত্র লুকিয়ে পেলেন। ইতিমধ্যেই কায়সার আহমেদ সমিতির ইজারাকৃত বাকসাবিল অন্যত্র ইজারা দিয়েছেন এবং সমিতির ইজারাকৃত বৈছাবিলও অন্যত্র ইজারা দেওয়ার পায়তারা করছেন। এতে করে যে কোন সময় মাছ ধরাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামাসহ খুন খারাপির আশংকা করছেন সমিতির সদস্যরা। এ ব্যাপারে প্রতিকারের আবেদন জানান মানিক দাসসহ সমিতিভূক্ত অন্যান্য মৎস্যজীবি।