বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জ দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুরে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আহমদ প্রতিষ্ঠিত দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নতুন ভবনসহ সারাদেশের ১২৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী মামুনুর রশীদ, মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল জাফরান আহমেদ, সিনিয়র মৌলভী জামাল উদ্দিন, সহকারী মৌলভী নজরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক জাহিদুল ইসলাম, বাবুল কুমার ধর, ইবি প্রধান হাফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি সভাপতি সদস্য, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুরুতে কোরআন তিলাওয়াত করেন- মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মুজিবুর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান, তানিয়া আক্তার, তানিশা আক্তার। উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মাসুমা আক্তার, তাসকিয়া আক্তার। আলোচনা সভায় বক্তারা নতুন ভবন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উনার পরিবারের সকলের রূহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নেক হায়াত কামনায় মোনাজাত করেন দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
উল্লেখ্য- দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় পাঠদানের পাশাপাশি হাফিজিয়া বিভাগ ও রমজান মাসে বিশুদ্ধ পবিত্র কোরআন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com