শনিবার, ১১ মে ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে কৃতি-শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সংবর্ধনা প্রদান ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি, এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ১ নভেম্বর বুধবার বিকেল ৩ টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, নবীগঞ্জ নয়মৌজা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরীও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ শফিকুজ্জামান শিপন। পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ ও বৃত্তি কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য পৃথ্বিশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, যুবরাজ গোপ, নবীগঞ্জ উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, গনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনূর আক্তার চৌধুরী পান্না, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ তাহফিজুল কোরান নূরানী একাডেমির প্রিন্সিপাল হাফেজ আতাউর রহমান ও গীতাপাঠ করেন পৌর সেনিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। বৃত্তি স্মরণিকা ‘শিক্ষার অগ্রযাত্রার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিশেষ সম্মাননা প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, চ্যানেল আই-ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথমস্থান অর্জনকারী সামিরা মুকিত চৌধুরী। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের কৃতি ছাত্রী বিপাশা দাশ নির্ঝরা ও দারুল হিকমা মাদ্রাসার কৃতি ছাত্র শামসুল হক মাহফুজ। অনুষ্ঠানে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় এবং দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ২৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সংবর্ধনা ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করায় নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর পরিষদকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশের আগামীদিনের কর্ণধার। তাই তোমাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে।’ তিনি বলেন, ‘মানুষের ইচ্ছেশক্তি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হবে।’ তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শিশুদের পরীক্ষা পাশের চিন্তা বাদ দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের দিন যারা আজ উপস্থিত হতে পারেননি তাদেরকে আগামী সোমবারের মধ্যে পৌরসভা চলাকালীন সময়ে তাদের বৃত্তি সামগ্রী নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, পূর্ণিমা রানী দাশ, কাউন্সিলর মো. কবির মিয়া, মো. জাকির হোসেন, মো. নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা ও বৃত্তি কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ সহ পৌরসভার কর্মকর্তা /কর্মচারী বৃন্দ, বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সুধীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com