মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

শায়েস্তাগঞ্জ রেলওয়ের বাসা-বাড়িতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ॥ দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল কলোনীর বাসা-বাড়ি থেকে অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ কর্মকর্তাসহ ট্রেন কর্মচারী হামলা শিকার হয়েছেন। তবে তাদের অভিযোগ, মাসে তারা রেল কর্মকর্তাদের ৫শ থেকে শুরু করে প্রতি ঘরে ১ হাজার টাকা বিল দিয়ে থাকেন। কিন্তু তারপরও কেনো তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হলো সে জন্য প্রতিবাদ করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কলোনীর বাসা দখল করে এবং বাসাকে হোটেল-রেস্তোরা, ভাসমান বস্তি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার ফলে বিচ্ছিন্ন করে দেয় আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগ। স্থানীয়রা জানান, আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বিদ্যুৎ বিভাগ। দীর্ঘদিন আগে শায়েস্তাগঞ্জ রেলওয়ের কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তারা অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে হাজার হাজার টাকা উত্তোলন করে নিয়ে যেত। আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এসএসএই ইলেকট্রিক কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় সকাল ১১টা থেকে রেলওয়ে পরিত্যক্ত কোয়ার্টার, বস্তি ও দোকানগুলোতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয় এবং অবৈধ বৈদ্যুতিক ক্যাবল জব্দকৃত মালামাল নিয়ে এসে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এলাকায় এনে আগুনে বিনষ্ট করার চেষ্টা চালানো হয়। এর মধ্যে রেলওয়ে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্নকারীরা ঘেরাও করে জব্দকৃত ক্যাবল তার বস্তা ভেতর থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ পরিস্থিতিতে তারা রেল পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়া হয়। জব্দকৃত ক্যাবল তারগুলো সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্ত্রিকা ট্রেনে নিয়ে ওঠার সাথে সাথে বাহির থেকে এলোপাতাড়িভাবে পাথর নিপেক্ষ করে জব্দকৃত মালামাল ছিনিয়ে নিয়ে গেলে ট্রেনে থাকা ট্রেনের ৩ জন স্টাফ, বিদ্যুৎ কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান খানসহ কয়েকজন আহত হন এবং ট্রেনের পাওয়ার্কার এর মেইন সুইচ পাথরের আঘাতে ভেঙ্গে গেলে ট্রেনটি থেমে যায়। পরে পাওয়ারকার সচল হলে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়। এ ঘটনায় ট্রেনটি ছেড়ে যাওয়া সিগনাল আউটারে প্রায় ৩০ মিনিট দাঁড়ানো ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় রেলওয়ে প্রশাসন থেকে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া নিচ্ছিলো। স্থানীয়রা আরও অভিযোগ করেন প্রতিমাসে বিল দেয়ার পরও রেল কর্মকর্তারা অন্যায়ভাবে লাইন কেটে দিয়েছে। প্রতিহত করায় তাদের সাথে বাকবিতণ্ডা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com