শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

আজমিরীগঞ্জে টানা বর্ষনে ফলে কষ্টের টাকা আর দিনরাতের-পরিশ্রম এখন তলিয়ে যাচ্ছে পানির নিচে

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ২ দিনের টানা বৃষ্টিতে নদী ও হাওরের পানি বাড়তে থাকায় উপজেলার হাওরগুলোতে চলতি মৌসুমের কয়েক’শ হেক্টর আমন জমি তলিয়ে যাচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন গ্রামীণ কৃষকেরা। সরজমিনে উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির ফলে জলসুখা ইউনিয়নের চাঁনপুর ও মায়তপুর হাওর (শাল্লা-বানিয়াচং-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ), কাকাইলছেও ইউনিয়নের কামালপুরের হাওর, বাড়াবাইড়া, ডালার চক; সদর ইউনিয়নের সকৈড়া ও মৈন্দা হাওর প্রভৃতির কয়েকশত হেক্টর জমি তলিয়ে গেছে। এ বিষয়ে কৃষকদের সাথে কথা বললে, আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষক মন্টু মিয়া জানান, তার ১ বিঘাই পানিতে তলিয়ে গেছে। সদর ইউনিয়নের জুয়েল মিয়া বলেন, ১৫২ দিন পূর্বে তার ৫ বিঘা জমি রূপন করেছিল। টানা বৃষ্টির কারণে সে রোপণকৃত জমি পানির নিচে চলে গেছে। তিনি বলেন, কষ্টের টাকা আর দিনরাতের পরিশ্রম এখন পানির নিচে পরে থাকবে। জলসুখা ইউনিয়নের কৃষক সুদান মিয়া জানান বৃষ্টিতে তার ১৫ ক্ষের ক্ষেত জমি তলিয়ে গেছে। কাকাইলছেওয়ের কামালপুরের কৃষক জাহাঙ্গীর আলম জানান তার এলাকার কয়েকটি হাওর পানিতে তলিয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেশব দাস বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন হাওরের জমি তলিয়ে যাওয়ার খবর শুনতে পাচ্ছি। এ বিষয়ে কৃষি অফিসের সকল কর্মকর্তা কৃষকদের সতর্কতা করে যাচ্ছেন এবং কৃষকদের পাশে থাকতে সাপ্তাহিক দুদিনের ছুটিও তারা বাতিল করে অফিস করে যাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মুঈজ জানান, চলতি মৌসুমে উপজেলায় আমনের ৭ হাজার ৮শ ১০ হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন হাওরের ৫শ ২০ হেক্টর নিচু জমি তলিয়ে গেছে। তবে আমরা আশাবাদী বৃষ্টির স্থায়িত্ব বেশিদিন না হলে পানি নেমে যাবে। হাওরের তলিয়ে যাওয়া ব্রি-ধান ২২, বিনা-৭ জমিগুলা আংশিক ক্ষতি হয়েছে তবে এগুলা পানির নিচে ৩-৪ দিন থাকলেও সমস্যা হবে না কারণ পানি সহনশীল জাত এগুলো। এদিকে বৃষ্টি না কমাতে তলিয়ে যাওয়া হাওরের সংখ্যা বেড়েই চলেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com