শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

মাধবপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। গতকাল রবিবার ভোররাতে ঢাকা সিলেট-মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল-বাহুবল হিমারাঁগা গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে আল-আমীন (২৯), লায়েক মিয়ার ছেলে মাহবুব (৩২), দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩) এবং মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ভোররাতে দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায়। এ সময় ২টি রামদা, ২টি ছুরা এবং দরজা ভাঙ্গার সরঞ্জামাদিসহ পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান, ধৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুরি-ডাকাতি সহ হত্যা মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যেদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com