বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

শ্রীমঙ্গলে উপকারভোগীদের মাঝে গবাদি পশু বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসাবে গরু এবং গরুর ঘর নির্মাণ সামগ্রী, হাঁস, মুরগির ঘর ও ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল সাগরদিঘী রোডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যর পরিবর্তনে জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অভিরাম কাজ করে যাচ্ছেন যার ফলে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে একটি আমূল পরিবর্তন এসেছে। এ আমূল পরিবর্তনের কারণে মানুষের দারিদ্রতার হার কমেছে, তার একটি মাত্র কারণ সঠিক নেতৃত্বের কারণে ঘটেছে আর সেই সঠিক নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আপনাদের ভাগ্য ও জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাবে আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের চিন্তা জননেত্রী শেখ হাসিনা করে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।
উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ৬৯টি ষাঁড় বিতরণ, গরুর ঘর নির্মাণের জন্য ৬৯ জনের প্রত্যেককে ৪টি আরসিসি পিলার, ৫টি টিন ও ১৬০টি ইট প্রদান করা হয়। ২০টি করে ৩৪৫ জনকে হাঁস এবং ২০টি করে ৩৪৫ জনকে মুরগী দেওয়া হয়। ৬৯০টি হাঁস-মুরগীর ঘর বিতরণ করা হয়। পাশাপাশি ২০০টি ছাগল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com