মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

০২ অক্টোবর ২০১৩ ইং এর সকল সংবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩
  • ৫৮৯ বা পড়া হয়েছে

এরশাদের জনসভা সফল করতে
আতুকুড়ায় প্রচারপত্র বিলি
প্রেস বিজ্ঞপ্তি ॥ ৪ অক্টোবর নিউ ফিন্ড মাঠে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের জনসভা সফল করতে আতুকুড়া গ্রামে প্রচারপত্র বিলি করছেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, এবাদুর রহমান, রইছ, দিলীপ, সুহেল, জুয়েল, জীবন আহমেদ, শেখ জায়েদ মিয়া, সিরাজুল ইসলাম, জুনেদ আহমেদ, মোঃ হাফিজুর মিয়া, নিপেন্দ্র দাস, মোঃ তাহের মিয়া, মোঃ শাহ আলম, রাজুল দাস, মোঃ পয়ছ মিয়া, মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।

দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ
সমাজ কল্যাণ সংস্থার ১ম
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার ॥ আমরা আগামী সুন্দরের প্রত্যয়ে “মাদক মুক্ত সমাজ চাই, দারিদ্র মুক্ত দেশ চাই” শ্লোগানকে সামনে রেখে ১ম বর্ষ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থা।
গতকাল সন্ধায় উক্ত সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমির চাঁন কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর গৌতম রায়, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, কয়েছ আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সংগঠনের উপদেষ্ঠা সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, ডাঃ বিশ্বজিত আচার্য্য।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আল-আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বী, দেওয়ান শাকিল, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ পাপ্পু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাবেদ মিয়া, পলাশ চৌধুরী, জাহান, সৈকত আলী তোষার, মোঃ রাবিক মিয়া প্রমূখ। সভায় অতিথিবৃন্দ বলেন, হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থা যে, ভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছে তা প্রসংশার দাবী রাখে। তারা বলেন, আমরা আশা করি এই সংগঠন, ভবিষ্যতে হতদরিদ্র মানুষের কাছে একটি আস্থার সংগঠন হিসেবে গড়ে উঠবে। এর পূর্বে উপস্থিত সকলের সম্মুখে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ তাদের ১ বছরের বিভিন্ন কর্মকান্ডের বিবরণী তুলে বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠার প্রতিশ্র“তি হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধ থেকে, আমরা সমাজের হতদরিদ্র মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছি। তিনি বলেন আপনাদের সহযোগীতা ও আন্তরিকতা অব্যাহত থাকলে আমরা আরো দূর এগিয়ে যাব। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন।

সিলেটে কৃষকদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৫ অক্টোবর সিলেটে ১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই সমাবেশ সফল করতে গতকাল মঙ্গলবার সিলেটে কৃষকদলের এক বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু। সভায় হবিগঞ্জ থেকে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল। উপস্থিত ছিলেন- জেলা কৃষকদল নেতা খোকন সাই ধুন, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান স্বপন, আবু ছালেহ, কায়ছার রহমান, তৌকির জিয়া ও রাজন দাস প্রমুখ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ কার্যকারী পরিষদের
মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু
চুনারুঘাট প্রতিনিধি ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শবাহী একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা নব নির্বাচিত কার্যকারী পরিষদ এর নেতৃবৃন্দ মুরাড়বন্দস্থ সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)সহ ১২০ আউলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক কর্মসূচি শুরু করেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর নব নির্বাচিত জেলা সভাপতি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ারে আলম গোলাপ এর নেতৃত্বে গাড়ী বহর নিয়ে চুনারুঘাট উপজেলাস্থ মুরাড়বন্দ সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)সহ ১২০ আউলিয়ার মাজার জিয়ারতে যান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতিক সচিব আলহাজ্ব মাওঃ ছোলাইমান খান রাব্বানী, চুনারুঘাট সদর হাজী আলীম উল্লা মাদ্রাসার প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার, ইসলামী ফ্রন্টের জেলা সহ সভাপতি মাওঃ আজিজুল ইসলাম খান, কাজী মাওঃ আব্দুল জলিল, মাওঃ সালেহ আহমদ তালুকদার, মাওঃ আবুল খয়ের শানু, মোঃ ফারুক মিয়া, মোঃ জাহিদুল ইসলাম বিএসসি, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ সাইফুল মোস্তফা, মুফতী হারুনুর রশীদ, মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওঃ এমদাদুল হক, মাওঃ আব্দুল মালেক, মাওঃ হারুনুর রশীদ, জেলা ইসলামী যুব সেনার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম ও সাংবাদিক এস এম সুলতান খান প্রমুখ। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ বলেন, দেশ ও জাতির শান্তির প্রয়াসে আউলিয়ায়ে কেরামের আদর্শের কোন বিকল্প নেই। নবী করিম (সঃ) যে আদর্শ মানব কল্যাণে বিসর্জন দিয়েছিলেন। তাই এ আদর্শেরই একমাত্র কাফেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

শায়েস্তাগঞ্জে বিএনপির পরামর্শ সভায় সৈয়দ ফয়সল
৫ অক্টোবর সিলেটে খালেদা জিয়ার
জনসভা হবে খুবই তাৎপর্য্যপূর্ন
স্টাফ রিপোর্টার ॥ আগামী ৫ অক্টোবর সিলেটে বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিাবর রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্ত্বরে এডঃ মনির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবীতে খালেদা জিয়া দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা করছেন। কিন্তু ৫ অক্টোবর সিলেটে খালেদা জিয়ার জনসভা হবে খুবই তাৎপর্য্যপূর্ন। ঐদিন তিনি দেশের ভবিষ্যত রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন। সরকার পতনের দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন। তাই সিলেটের ওই ঐতিহাসিক জনসভাকে সফল করতে যারযার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহাবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ করম আলী, আব্দুস সামাদ মাস্টার, মীর সিরাজ, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, আব্দুছ সুবহান চেয়ারম্যান, সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, হাজী আব্দুল মজিদ কাউন্সিলর, হাজী সফিক মিয়া তালুকদার প্রমুখ।

বাহুবলে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত
১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। মোবাইল ফোনে ক্রস কানেকশনের জের ধরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও ও মামদনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বানিয়াগাও গ্রামের কুটি মিয়ার (৪২) এবং পার্শ্ববর্তী মামদনগর গ্রামের আব্দুল্লা মিয়ার (৩৫) মধ্যে মোবাইলে ক্রস কানেকশন হয়। এ সময় কুটি মিয়ার সাথে আব্দুল্লা মিয়া দুর্বব্যহার করে। কিন্তু কেউ কারো পরিচয় পায়নি। পরে কুটি মিয়া ওই মোবাইল ব্যবহারকারীর পরিচয় জানার জন্য খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে সে ওই মোবাইল ব্যবহারকারী আব্দুল্লা মিয়া বলে জানতে পারে। পরে আব্দুল্লা মিয়া কুটি মিয়ার সাথে দেখা করে। এ সময় কুটি মিয়ার সাথে দুর্বব্যহার করার জন্য আব্দুল্লা মিয়া ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরও কুটি মিয়া ও তার গ্রামের লোকজন আব্দুল্লার উপর হামলা চালায়। এ নিয়ে সন্ধ্যা ৬টায় উভয় গ্রামের লোকজন টেটা, ফিকল, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেত পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ভূইয়া জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাধবপুরে সমকামিতার সমর্থক ড. ইউনুসের
বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জাতীয় মুসল্লী কমিটি মাধবপুর শাখার উদ্যোগে সমকামিতার সমর্থক ড. মোঃ ইউনুসের বিচারের দাবিতে গতকাল দুপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় উপজেলা মসজিদ প্রাঙ্গনে সভাপতি মাওলানা মোঃ শাহআলম সরকারের সভাপতিত্বে ও মাওলানা জিয়াউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান মৃধা, মাওলানা মোঃ সালাউদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, আব্দুল জাহের ফকির প্রমুখ। বক্তারা সমকামিতার সমর্থক ড. মোঃ ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে তার বিচারের দাবিতে জাতীয় মুসল্লী কমিটির উদ্যোগে মাধবপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাধবপুর শাহজিবাজার পাওয়ার
প্ল্যান্টের দুটি ইঞ্জিন বিকল
জাতীয় গ্রীডে ৬ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার পাওয়ার প্ল্যান্ট কোম্পানীর দুটি ইঞ্জিন ৩ মাস ধরে যান্ত্রিক ত্র“টির কারণে বিকল থাকায় জাতীয় গ্রীডে ৬ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শাহজিবাজার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী কর্তৃপক্ষের অস্টিয়ার ওয়েরেন্টি প্রতিষ্ঠান জেন্ডেসারের সঙ্গে যোগাযোগ সমন্বয়হীনতার কারণে ত্র“টিগুলো মেরামত করায় বিলম্ব হচ্ছে। জানা গেছে, ২০০৯ সালে ৮৬ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন শাহজিবাজার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী ১৩২ কেভি সঞ্চালন লাইনের জাতীয় গ্রীডে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। গত ১০ জুন ৪৮নং ইঞ্জিনে টিউব ওয়েল প্রেসার কমে যাওয়ায় হঠাৎ করে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এছাড়া গত ১২ জুলাই ৩২ নং ইঞ্জিনের ২০ নং সিলিন্ডারে নকিং ফেইলর ত্র“টি দেখা দেওয়ায় এ ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে। ফলে জাতীয় গ্রীডে ৬ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ওই পাওয়ার প্ল্যান্টের সঙ্গে অস্টিয়ার জেন্ডেসার নামে একটি প্রতিষ্ঠান এসব ত্র“টিগুলো মেরামতের জন্য চুক্তিবদ্ধ হলেও পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ত্র“টিগুলো মেরামতে জটিলতা দেখা দিয়েছে। পাওয়ার প্ল্যান্টের সহাকারী ম্যানেজার (প্রশাসন) নিজাম উদ্দিন এ ব্যাপারে গত ২০ সেপ্টেম্বর মাধবপুর থানায় ইঞ্জিন দুটি বিকলের সমস্যা উল্লেখ করে দুটি জিডি করেছেন। জিডি নং- ৮৪৯ ও ৮৫০।

সাকার মৃত্যু দন্ডের রায় হওয়ায়
মাধবপুরে যুবলীগের মিষ্টি বিতরণ
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ একাত্তরে মানবতা বিরোধের অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাকার মৃত্যুদন্ডের রায় হওয়ায়  মাধবপুর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সেক্রেটারী কাওছার মোল্লা ও পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মাধবপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আব্দুস সালাম, জুয়েল মিয়া, আবুল কাশেম, শাহ মোঃ কামাল, মোঃ বিল্লাল হোসেন খাঁন জামাল উদ্দিন, মনির হোসেন, কবির আহম্মেদ মাসুম, উজ্জ্বল পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

নবীগঞ্জে শারদীয় দূর্গাপূজা
উদযাপনে প্রস্তুতি সভা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল সকালে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসেনর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান। বক্তব্য রাখেন, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল রঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাবুল রায়, উত্তম কমার পাল হিমেল, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডিজিএম নগেন্দ্র নাথ সিং, আনোয়ার মিয়া, গৌতম কুমার দাশ, এস আই শাহজাহান, হারুন মিয়া, অঞ্জন পুরকায়স্থ, বিপুল রায় প্রমূখ। সভায় শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের সার্বক্ষনিক নজরদারি রাখার জন্যে আহবান জানানো হয়।

শায়েস্তাগঞ্জে চোরের হাতে গৃহকর্তা খুন
চোরকে আটক করে পুলিশে সোপর্দ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে চোরের ছুরিকাঘাতে হিরেন্দ্র শুক্লবৈদ্য (৪৫) নামে এক লন্ড্রি মালিক খুন হয়েছেন। নিহত হিরেন্দ্র পৌর এলাকার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের মৃত রমন শুক্লবৈদ্য এর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৪টার দিকে হিরেন্দ্র বৈদ্যের ঘরে চোর প্রবেশ করে।  চোরের উপস্থিতি টের পেয়ে হিরেন্দ্র জেগে উঠে চোরকে ঝাপটে ধরেন। এ ওই চোর হিরেন্দ্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন হিরেন্দ্রকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিক মিয়া নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান-চুরির সময় চিনে ফেলায় গৃহকর্তা হিরেন্দ্রকে ছুরিকাঘাত করা হয়।
সরজমিনে বেলা ১টায় ওই বাড়ীতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। হবিগঞ্জ মর্গ থেকে ময়না তদন্ত শেষে লাশ বাড়ী আসা মাত্রই স্বজনদের কান্নার আওয়াজে এলাকার বাতাস ভারি হয়ে উঠছিল। এসময় উপস্থিত এলাকার লোকজন তাদের কান্না দেখে কেউই চোখে পানি ধরে রাখতে পারেননি। হিরেন্দ্রের একমাত্র কন্যা শিশু ইমু, বড় ভাইয়ের মেয়ে জনি বার বার মুর্ছা যাচ্ছিল। আর তার স্ত্রী বাসু রানী বৈদ্য হতবাক হয়ে পড়েছিলেন। এদিকে এই খুনের প্রতিবাদে গ্রামের লোকজন প্রতিবাদি হয়ে উঠে। তাদের দাবী গ্রামের নিকট রেল লাইনের  পাশে সরকারী জায়গা দখল করে যারা অবৈধভাবে বস্তি তৈরী করে দীর্ঘদিন যাবত বসবাস করছে মুলত তারাই এলাকার বিভিন্ন অবরাধের সাথে জড়িত। তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জোর দাবী জানানো হয়। এঘটনার খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক ঘটনাস্থলে ছুটে যান। এসময় তিনি এলাকাবাসীকে আশ্বস্থ করেন শীঘ্রই এই খুনের মুল রহস্য উদঘাটন করা হবে এবং রেল লাইনের পাশে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের ব্যবস্থা করা হবে।

হবিগঞ্জে এরশাদের জনসভা সফল করতে
নবীগঞ্জের বিভিন্ন স্থানে জাপা’র মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৪ অক্টোবর হবিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের জনসভা সফল করে তুলতে জাতীয় পার্টির উদ্যোগে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রসুলগঞ্জ বাজার, ইমামবাড়ী বাজার, পাঞ্জারাই বাজার, গুমগুমিয়া ও করগাঁওয়ে আয়োজিত পৃথক মত বিনিময় ও পথসভায়  বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, দপ্তর সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, জাপা নেতা শহীদ চৌধুরী, ফয়জুল ইসলাম দিনু, সাজ্জাদুর রহমান সাজু, আনসার উদ্দিন, আব্দুল খালিক, শাহ্ আশরাফ আলী, যুব নেতা মোজাহিদুল ইসলাম শাহীন, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজ সভাপতি এম.এ মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী এমএএম স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহ্জাহান সুমন, ছাত্রনেতা সাহেদুজ্জামান তারেক, শুয়াইবুর রহমান, সোহেল আহমদ, সাইফুর রহমান চৌধুরী প্রমুখ। এছাড়া গত রবিবার উপজেলার সৈয়দপুর বাজার, কামারগাঁও বাজার, কামরগাঁও সাইনবোর্ড, ইনাতগঞ্জ বাজার, কাজীগঞ্জ বাজার এ আয়োজিত পৃথক মতবিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, জাপা নেতা শহীদ চৌধুরী, হাজী জমশেদ মিয়া, আব্দুল কাইয়ুম, চাঁন মিয়া চৌধুরী, যুবনেতা আহমদ রেজা, উপজেলা ছাত্র সমাজ সভাপতি এম.এ মতিন চৌধুরী, ছাত্রনেতা নিয়ামুল করিম অপু প্রমুখ। সভায় বক্তারা আগামী ৪ অক্টোবর হবিগঞ্জের নিউ ফিল্ডে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জনসভাকে সফল করে তুলতে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান। বক্তারা হবিগঞ্জের জনসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম.এ মুনিম চৌধুরী বাবুকে প্রার্থী ঘোষণার জন্য পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতি জোর দাবী জানান।

ছাতকে ডাকাতি করে পালিয়ে যাবার পথে
চুনারুঘাটের এক ডাকাত ২ সহযোগীসহ আটক
ছাতক সংবাদদাতা ॥ ছাতকের পল্লীতে সন্ধ্যা রাতে দুর্ধর্ষ ডাকাতি করে পালিয়ে যাবার পথে প্রাইভেট পাজারোসহ চুনারুঘাটের এক ডাকাত দু’সহযোগী সহ আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার নোয়াগাঁও গ্রামের কুতুব আলীর পুত্র সাদ্দাম হোসেন (২২), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শেওরা গ্রামের শুকুর আলীর পুত্র জামাল মিয়া (২৫) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পুলকারগাঁও গ্রামের আব্দুর রশিদের পুত্র এনামুল হক মাখন (২২)। বর্তমানে এরা সিলেট মজুমদারী এলাকার ৪নং এপি রোডের ৬৮নং ভাড়াটে বাসায় বসবাস করছে। সোমবার রাত প্রায় সাড়ে ৮টায় পৌর শহরের লাফার্জ ফেরীঘাট থেকে গাড়ীসহ তাদের গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বিশিষ্ট আ’লীগ নেতা আসলম আলীর বাড়িতে ৮-১০জন সশস্ত্র ডাকাত হানা দিয়ে নগদ ৫ লাখ টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, ১টি বিদেশী ল্যাপটপসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় সুয়েব আহমদ (২৮), মাও সেলিম আহমদ (৩০)সহ ৩জন আহত হয়। এ খবর পেয়ে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সির নেতৃত্বে এসআই নাজমুল হাসান, এসআই সাইফুলাহ অভিযানে নামেন। অভিযানকালে লাফার্জ ফেরীঘাটে পুলিশের হাতে পাজারো গাড়ীসহ উল্লেখিত ৩জনকে আটক করা হয়। তবে লুণ্ঠিত মালামাল নিয়ে একটি গাড়ীসহ সহযোগী ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে।

নবীগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে
দায়ের করা মামলাটি মিথ্যে
দাবী করলেন বাদী নিজেই
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগটি মিথ্যে বলে এফিডেভিটে মাধ্যমে স্বীকার করেছেন বাদী রাজিয়া বেগম। গ্রাম্য কোন্দলের জের ধরে একটি পক্ষ তাদের প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই রাজিয়াকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এ মামলাটি করিয়েছে বলে এফিডেভিটে উল্লেখ করা হয়। মামলার বাদী রাজিয়া বেগম দেবপাড়া গ্রামের আব্দুন নুরের স্ত্রী। এফিডেভিটে রাজিয়া বেগম উল্লেখ করেন-তার স্বামী আব্দুন নুর একজন মানসিক রোগী। তার শ্বশুর আব্দুল গফুর এবং ফুফু শ্বাশুড়ির ছেলে শিল্প মেম্বার ও জব্বার মিয়া তাদের পরিবারকে সংসারের ভরন পোষণে সহযোগিতা করে থাকেন। গত ৯ সেপ্টেম্বর শ্বশুর আব্দুল গফুর ও ফুফু শ্বাশুড়ির ছেলে শিল্পু মেম্বার চিকিৎসা করানোর কথা বলে রাজিয়া বেগম তার মেয়ে ভিকটিম নাজমিন বেগমকে হবিগঞ্জে নিয়ে আসে। তাদেরকে একটি বোর্ডিংয়ে রেখে প্রাণে হত্যার হুমকি দিয়ে একই গ্রামের আম্বিয়া মিয়া, মামুন মিয়া ও মোশাহিদ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করতে বলেন। মামলা না করলে বাড়িতে নিয়ে পরিবারের সবাইকে হত্যা করে ফেলবে বলে তারা হুমকি দেয়। আর তাদের কথামতে মামলা দায়ের করলে ২লক্ষ টাকা ও ১৫ শতক জায়গা এবং ঘর বাড়ি তৈরী করে দিবে বলে প্রলোভন দেয়। এ সময় রাজিয়া বেগম অপারগতা জানালে তার মেয়েকে মারপিট করতে উদ্যত হয়। শেষ পর্যন্ত ভয়ে রাজিয়া বেগম তার মেয়ে নাজমিন বেগমকে দিয়ে মামলা দায়ের করতে বাধ্য হয়। গত ২৭ সেপ্টেম্বর বিজ্ঞ নোটারী পাবলিকে এফিডেভিটের মাধ্যমে রাজিয়া বেগম দায়েরকৃত মামলাটি মিথ্যে বলে উল্লেখ করেন।

নবীগঞ্জে জাসাস’র কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের নবীগঞ্জ উপজেলা কমিটি গঠনকল্পে গত ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩ টায় নবীগঞ্জ বাজারস্থ জাসাসের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসাস নেতা রাজন কুমার রায়ের সভাপতিত্ব ও জাসাস নেতা আব্দুর রকিব এবং আফজল এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ আলম চৌধুরী মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল অদুদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহিবুর রহমান, সেলিম মিয়া, খালিক মিয়া, অরবিন্দু রায়, আলমগীর হোসেন, জুবায়ের আহমদ, আব্দুল হাদী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে রাজন কুমার রায়কে আহবায়ক, আব্দুর রকিব ও এনামুল হককে সিনিয়র যুগ্ম আহবায়ক, সুয়েব চৌধুরী, আফজল হোসেন, আব্দুল আউয়াল ও সুমন আহমেদকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জাসাস নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

ম্যানচেষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের সাথে
এনটিভি ইউরোপ কর্তৃপক্ষের মতবিনিময়
ষ্টাফ রিপোর্টার ঃ গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের সাথে এনটিভি ইউরোপ কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় একটি হোটেলে অনুষ্টিত হয়। এসোসিয়েশনের সভাপতি বুলবুল আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, কমিউনিট লিডার কামরুল হাসান চুনু, এনটিভি ইউরোপের নর্থ ওয়েষ্ট ও মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারসু আহম্মেদ চৌধুরী সহ ব্যাবসায়ী, রাজনীতিবীদ ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। এনটিভির সাথে দর্শকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মতবনিময় সভায় বক্তরা এনটিভি ইউরোপরে কার্যক্রমের প্রশংসা করে এনটিভিতে আরো জনকল্যানমূখী অনুষ্টান সম্প্রচারের আহ্বান জানান।

নবীগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহর উদ্বোধন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০টায় নবীগঞ্জ সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। উদ্বোধনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব, ডাঃ নগেন্দ্র কুমার দাশ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলনসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কৃমি সপ্তাহে নবীগঞ্জের ৪৮৭ টি সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার ৫ থেকে ১২ বছরের ৬৫ হাজার ৫১৩জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

সিলেটে খালেদা জিয়ার জনসভা সফল
করতে জেলা ওলামা দলের র‌্যালী
প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৫ অক্টোবর সিলেট আগমন উপলক্ষ্যে জাতীয়তাবাদী ওলামা দল হবিগঞ্জ জেলা শাখার একটি র‌্যালী গতকাল মঙ্গলবার দুপুরে শহর প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে পথ সভায় মিলিত হয়। সংগঠনের সভাপতি ক্বারী মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাসেম বিল্লাহ নোমানের পরিচালনায় উক্ত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সহ সভাপতি ডাঃ মাওলানা আব্দুল্লাহিল কাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান কবির, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, বাহুবল উপজেলা শাখার আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন, নবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মাওলানা মতিউর রহমান সাদি, মাধবপুর উপজেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুল কদ্দুছ নুরী, চুনারুঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আবুল কাসেম, হবিগঞ্জ পৌর শাখার সভাপতি মৌলভী নুরুল হক, লাখাই উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মুখলিছুর রহমান, বানিয়াচং উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা জাকারিয়া, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাফেজ উসমান গণি, মাওলানা মোশাররফ হোসেন ভূইয়া, হাফেজ  মিজানুর রহমান, জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ বশির, হাফেজ জালাল আহমদ, প্রচার সম্পাদক হাফেজ হাফিজুর রহমান খান, দপ্তর সম্পাদক মাওলানা আফরোজ বখত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, মাওলানা ইব্রাহিম, হাফেজ ইউনুছ, মাওলানা জাহেদ, ক্বারী মনিরুজ্জামান মনির, মাওলানা এটি এম উবায়দুল করিম, হাফেজ কালাম, মাওলানা আবুল বাশার জামাল প্রমূখ। সভাপতি তার বক্তব্যে বলেন, ১৮ দলীয় জোটের উদ্যোগে  ৫ অক্টোবর বেগম খালেদা জিয়ার জনসভা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবী মানার জন্য সরকারকে বাধ্য করা হবে। তাই উক্ত জনসভায় স্বতঃস্ফূর্ত ভাবে আলেম-ওলামা মাশায়েখ সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে জনসভাকে জনসমুদ্র রূপান্তর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

এরশাদের হবিগঞ্জ আগমন
উপলক্ষ্যে শহরে প্রচার মিছিল
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪ আগষ্ট হবিগঞ্জ আগমন ও নিউ ফিল্ড মাঠে জনসভা সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল রোড এসে শেষে হয়। মিছিল শেষে জেলা জাপার কার্যালয়ে পৌর জাপা সভাপতি এডভোকেট জাবেদ আলীর সভাপতিত্বে এবং জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিকের পরিচালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি এডভোকেট আলহাজ্ব আজমান আলী, আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আবু বক্কর খাঁন, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, হাজী লুৎফুর রহমান নানু, সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী তালুকদার,  জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সেলিম আহমেদ, জেলা সৈনিক পার্টির সদস্য সচিব আবু তালেব, পৌর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদ মিয়া, আব্দুর রহমান ইদু, আব্দুল হান্নান, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, বাবুল মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা যুবসংহতির সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, নুরুল হক, জাপা নেতা আতিকুর রহমানের একান্ত সচিব আবুল খায়ের, জেলা ছাত্র সমাজ নেতা গোলাম আম্বিয়া সুমন, বিপ্লব চন্দ্র দেব, সদর উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব আতাউর রহমান রিপন, পৌর ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাক অয়ন চৌধুরী, আবু জাহের আনছারী, শেখ জুনেইদ আহমেদ, এবাদুর রহমান রইছ, দিলীপ চন্দ্র বর্মন, সোহেল আহমেদ রানা, শেখ জাবেদ প্রমুখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা জাপা সভাপতি আতিকুর রহমান আতিক বলেন সরকারের দুর্নীতি আর দুঃশাসনের রাজত্ব থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি কারও চোখ রাঙ্গানী, অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস করেনা। সমাজের অবহেলিত. বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের পূজীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ভরাডুবিতে পরিণত করবে। সারাদেশে সংগঠনিক তৎপতা অব্যাহত রেখে আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে মতায় আসতে চায় জাতীয় পাটি। হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে পল্লীবন্ধু এরশাদের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানান। প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীরা লিফলেট  বিতরণ করেন এবং সকলকে এরশাদের জনসভায় উপস্থিত থাকার আহবান জানান।

পইল ইউনিয়ন ছাত্র সমাজের কমিঠি গঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পইল ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে সদর উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক গোলাম আম্বিয়া সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আতাউর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না। সভায় সর্বসম্মতিক্রমে লিটন মিয়াকে সভাপতি, মামুন মিয়াকে সহ-সভাপতি মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাক ও আক্কাছ মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com