বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

চুনারুঘাটে প্রবাসীর বাসায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরে কাতার প্রবাসীর বাসায় দিন-দুপুরে দুঃসাহিক চুরি সংগঠিত হয়েছে। গতকাল রবিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের কাতার প্রবাসী আব্দুল আহাদের বাসায় এই চুরির ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী নাদিয়া আহাদ জানান, সকালে আমি বাজার করতে গেলে ফাঁকা বাসায় চোরের দল হানা দিয়ে বাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রফ এর তালা ভেঙে সেখানে রক্ষিত আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, এলইডি টিভি, কাপড়-চোপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্প্রতিক কালে চেতনা নাশক কেমিক্যাল স্পে ব্যবহার করে ৪টি বাসা লুট হওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, চেতনা নাশক কেমিক্যাল স্পেয়্যার প্রভাবে নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। কেউ কেউ সুস্থ হলেও দীর্ঘ দিন থাকছে চেতনা নাশকের প্রভাব। ফলে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ২৬ জুলাই (মঙ্গলবার) রাতে পৌরসভার উত্তর বাজারে দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাসায় চুরি হয়েছে। এ সময় বাসার মালিক স্বাস্থ্য সহকারী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া (৫২) ও তার স্ত্রী নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া (৪৫) কে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে টাকা পয়সা ও মূল্যমান জিনিসপত্র লুট করে নেয়। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সকালে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুর্মূর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, অজ্ঞান করে চুরির ঘটনায় আজ পর্যন্ত পুলিশ কোনো মালামাল উদ্ধার করতে পারেনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com