বানিয়াচং প্রতিনিধি ॥ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বানিয়াচংয়ে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুইদিনে উপজেলা সদরের চারটি ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির মাধ্যমে এ মতবিনিময় সভা করে বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি।
চারটি ইউনিয়ন অফিসের পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক বিপুল ভূষণ রায়। সকল ইউনিয়ন পরিষদের সভাগুলোতে বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির ফ্যাসিলেটেটর হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, চারটি ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাগুলোতে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সমূহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি রাখার প্রস্তাব করেন বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির ফ্যাসিলেটেটররা।