শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবীগঞ্জে চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে কটুক্তি ॥ সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনির কামালের আদালতে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্ত করে ৩০ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় আসামীরা হলেন- ইনাতগঞ্জ ইউনিয়নের বড় ফিরোজপুর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫), মো. সফিকুল ইসলাম, মো. মাহমুদ ইসলাম, নিঝুম খানসহ অজ্ঞাত ২-৩ জন। এজাহারে বলা হয়- গত ১১ জুলাই মামলার প্রধান আসামী আজিজুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন কুরুচিপূর্ণ আপত্তিকরণ মন্তব্য পোষ্ট করে। অন্যান্য আসামীরাও একই ধরণ পোষ্ট ফেসবুকে করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউপি চেয়ারম্যান নোমান হোসেনের মানসম্মান ক্ষুন্ন হয়। এ ঘটনায় সিলেট সাইবার ট্রাইব্যুনালে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বলেন- আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ও পরে আমার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ফেসবুকে বিভিন্ন আইডিতে আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে পোষ্ট করে আমরা মানহানী করে আসছিল তারা। আমি অবশেষে আদালতে মামলা দায়ের করেছি। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন-মামলাটি ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শকে তদন্ত করার জন্য দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com