বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

লাখাইয়ে কৃষি পরামর্শ পাচ্ছেন না চাষীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ৩৫৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে উপজেলার প্রান্তিক চাষীরা কৃষিসেবা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই আশানুরূপ কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। এমনটাই মনে করেন লাখাই উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক চাষী এবং সাধারন মানুষ। তাদের মতে কৃষিসম্প্রসারণ নীতির উপাদান সমুহ বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু উপজেলার কৃষকরা এ বিভাগ থেকে মূলত কোনও সেবাই পাচ্ছেন না বলে অনেক কৃষক অভিযোগ করেন। গ্রাম পর্যায়ে সেবা প্রাপ্তি দুরে থেকে শতকরা প্রায় ৮০ ভাগ কৃষকই অফিস ও অফিসারদের জানেনা চিনেনা। কারন হিসাবে তারা বলেছেন এসব উপসহকারী কৃষি কর্মকর্তা কর্ম এলাকায় থাকেনা। জানা গেছে ২০০৬ সালে এক সরকারি ঘোষনায় ব্লক সুপারভাইজার পদ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা পদ লাভের পর থেকে প্রায় ৬/৭ বছর যাবত নির্দেশনা থাকা সত্বেও কোন উপসহকারী কৃষিকর্মকর্তা তাদের কাজের কোন পরিকল্পনা সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার নিকট জমা দেন নি। তাছাড়া দৈনন্দিন কাজ লিপিবদ্ধ করার জন্য সরকারিভাবে সরবরাহ করা ডায়েরীগুলো তারা যথাযথভাবে এ কাজে ব্যবহার করেন না। এমন অবস্থায় বর্তমানে তারা ইচ্ছামত দায়সারাভাবে দিন পার করছেন বলে প্রান্তিক কৃষকদের অভিযোগ। কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লাখাই উপজেলার প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে ১ থেকে ২ জন করে প্রায় ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। দৈনন্দিন সেবা প্রদানের পাশিপাশি কৃষিসম্প্রসারণ নীতির আলোকে কৃষকদের সহায়তা দানে তাদের সুুনির্র্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। এর মধ্যে কর্ম এলাকায় থেকে কৃষক পর্যায়ে সমস্যা চিহ্নিত ও তার সম্ভাব্য সমাধানে সহায়তা করা। স্থানীয় চাহিদা নিরূপন করে সে অনুযায়ী সম্প্রসারণ কর্মকান্ড বাস্তবায়ন করা, দৈনন্দিন কাজের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মকান্ডের পরিকল্পনা প্রনয়ণ, বার্ষিক পরিকল্পনা অনুসারে প্রাক-পরিকল্পনা প্রনয়ণ করে তা উধ্বর্তন কর্মকর্তার নিকট জমাদান এবং সে অনুযায়ী বাস্তবায়ন করা। সদস্য সচিব হিসাবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিতভাবে অনুষ্ঠানের ব্যবস্থা করা বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক চাষীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে অধিকাংশ ক্ষেত্রেই উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের এসব দায়িত্ব পালন করেছেন না। প্রকল্প ভিত্তিক বিভিন্ন মৌসুমে কিছু প্রদর্শনী কৃষি কাজে তাদের পছন্দের কতিপয় কৃষকদের সহায়তা প্রদান ছাড়া মাঠ পর্যায়ে দৈনন্দিন কার্যসেবা প্রদানে তাদের মাঠে পাওয়া যায় না। অভিযোগ রয়েছে মাঠ পর্যায়ে এসব কর্মকর্তাদের অধিকাংশ পরিবার পরিজন নিয়ে জেলা সদরে বসবাস করেন। উপজেলার করাব, বুল্লা, বামৈ, মুড়িয়াউক, মুড়াকরি ও লাখাই ইউনিয়নে একাধিক কৃষক সূত্রে জানা গেছে, শতকরা ৮০ ভাগই উপসহকারী কর্মকর্তার নিকট থেকে কোন সহযোগীতা কিংবা কোন ধরণের পরামর্শ পান নাই। ইউনিয়ন পরিষদে এসব কৃষি কর্মকর্তার একটি পরামর্শ কেন্দ্র আছে এবং যেখান থেকে প্রতিদিন নির্র্দিষ্ট সময়ে কৃষি বিষয়ক পরামর্শ দেওয়ার কথা, কিন্তু সে বিষয়েও তারা অবগত নন। অনেক চেয়ারম্যানই ইউনিয়ন কৃষি কমিটি ও পরামর্শ কেন্দ্র সম্পর্কে অবগত নন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা যথাসাধ্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com