স্টাফ রিপোর্টার ॥ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার সময় সদর থানার এসআই কৃষ্ণ দাস ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আলা উদ্দিন খানের পুত্র কয়ছর খান (৪০) ও একই এলাকার মন্নাফ আলীর পুত্র দুলাল মিয়া (৪০) কে আটক করেন। এ সময় তাদের কাছ থেক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়েছে। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।