বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

মৌলভীবাজারে চুরির অভিযোগে আটকের পর হবিগঞ্জের যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার মডেল থানায় আটকের পর জসিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) রাতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা থেকে তাকে আটক করেন মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকির আহমদ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক জসিম উদ্দিন মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকায় বসবাস করেন। সে হবিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে। একটি মোবাইল চুরির জিডির প্রেক্ষিতে পুলিশ সন্দেহজনকভাবে জসিমকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল চুরির কথা স্বীকার করেন। এরপর সন্ধ্যার দিকে জসিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এএসআই শাকির আহমদ বলেন, গত শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে মৌলভীবাজার চৌমুহনী থেকে মোবাইল চুরির জিডির প্রেক্ষিতে জসিম উদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল ছিনতাইয়ের কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির প্রেক্ষিতে আরও দুই অপরাধী সুফিয়ান ও মারুফকে গ্রেফতারের জন্য বের হই। এরপর সন্ধ্যার দিকে আমার কাছে খবর আসে জসিম অসুস্থ হয়ে পড়েছে। পরে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। শনিবার রাতে হাসপাতালে জসিমের বাবা আরজু মিয়া বলেন, প্রথমে শুনি আমার ছেলেকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমি ছেলের স্ত্রীকে থানায় পাঠাই। থানায় যাওয়ার পর তার মোবাইলফোন বন্ধ পাই। পরবর্তীকালে আমরা হাসপাতালে এসে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, রোগীকে মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে ইসিজি করান। ইসিজি রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়নি। হাসপাতালে যাওয়ার পর সে মারা গেছে। মোবাইল টেকনোলজিতে তার এনআইডি দেখানোর কারণে জসিমকে শনাক্ত করে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জসিম আরেক আসামির নাম বলে। পুলিশ ওই আসামিকে আটক করতে গেলে সে পুলিশ হেফাজতে অস্বস্তিবোধ করে। তখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com