স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় সম্পত্তি নিয়ে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ও প্রথম পক্ষের উত্তরাধীকারদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমাসহ বিচার-সালিস হয়েছে। তবুও মৃত আবুল হাসান লন্ডনীর দুই পরিবারের দ্বন্দ্ব থামছে না। এসবের অবসান চেয়ে নানার দ্বিতীয় স্ত্রী মিনারা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন মৃত আবুল হাসানের প্রথম স্ত্রীর মেয়ের সন্তান ব্যবসায়ী কামাল উদ্দিন। লিখিত অভিযোগে কামাল উদ্দিন বলেন, আমার নানা হাসান লন্ডনী দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর গর্ভে আমার মা সহ ৫ খালা ও ৩ মামা জন্মগ্রহণ করেন। আমার মামা ও খালা ইংল্যান্ডে থাকেন। মিনারা খাতুনকে আমার নানা বৃদ্ধ বয়সে ২য় বিবাহ করেন। তার গর্ভে ১ ছেলে ৪ মেয়ে রয়েছেন। তারাও ইংল্যান্ড থাকেন।
অভিযোগে বলা হয়, যেহেতু আমার মামা এবং খালারা ইংল্যান্ডে থাকেন তাই তাহাদের অবর্তমানে তাহাদের সহায় সম্পত্তি আমি আম মোক্তারনামা ক্ষমতা বলে দেখভাল করছি। দানপত্রের বিষয়টি জানার পর এলাকার মুরুব্বীরানগনকে জানাইলে তাহারা বিষয়টি সালিস বিচারের মাধ্যমে মিমাংসা করিয়া দেন এবং যার যার প্রাপ্য অংশ মতে ভাগ বাটোয়ারা করে দেন। সেই হিসাবে যার যার অংশ মত আমরা ভোগ করছি। দানপত্র দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মামলা করি। তিনি অভিযোগে আরো বলেন, কথা ছিল সুলে নামার ভিত্তিতে যার যার প্রাপ্য অংশ মতে ভাগ বাটোয়ারা করে দানপত্র বাতিল হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে, বাদীনি এলাকার মুরুব্বীয়ানের সিদ্ধান্ত মানেননি। কামাল উদ্দিন অভিযোগে আরো বলেন, আমার একটি আপিলের ভিত্তিতে মামলা খারিজের আদেশ স্থগিত হওয়ার পর ভাড়াটিয়াদের হয়রানী করা হচ্ছে।
এ ব্যাপারে উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর বলেন, সম্পত্তির বিষয়ে ভাগ-বাটোয়ারা করে মিমাংসা করা হয়েছিল। কিন্তু পরে মিনারা খাতুন ওই মিমাংসা আর মানেননি।
কামাল উদ্দিন বলেন, আমার মামারা লন্ডনে থেকে কাজ করে টাকা দেশে পাঠাতেন। এসব দিয়েই সম্পদ ক্রয় করেন আমার নানা। কিন্তু তারপরও আমার নানার ২য় স্ত্রী ও তার সন্তানদের ন্যায্য পাওনা আমার মামা ও খালারা দিতে আগ্রহী। যার যার ন্যায্য পাওনা তা নিয়ে সন্তুষ্ট হয়ে বিরোধ থেকে আমাদের সরে আসা উচিত। মিনারা খাতুন তার ওপর তোলা অভিযোগ অস্বীকার করেন।