স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পশ্চিম এলাকার প্রবীণ ও যুবকদের সাথে মতবিনিময় করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। গত শুক্রবার সকালে উমেদনগর পশ্চিম এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিম এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী হবিগঞ্জ-বানিয়াচং সড়ক হতে হিরা মিয়া খানের বাড়ীর সম্মুখ হয়ে ফুল মিয়া হাজীর বাড়ী পযর্ন্ত রাস্তা নিমার্ণের ঘোষণা দেন মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন টেন্ডার প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই এই রাস্তা নির্মাণের কাজ শুরু করা হবে। তিনি এলাকার প্রবীণ, যুবকসহ সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে পশ্চিম এলাকার প্রবীণ ও যুবকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সংবর্ধনা দেন।