শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

পাহাড় কাটা ॥ নবীগঞ্জে ১১ সপ্তাহেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০২৩
  • ১০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের পর জড়িতদের বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে আইনগত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের পরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু ১১ সপ্তাহ অতিবাহিত হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যবস্থা গ্রহণ না করায় পাহাড় কাটার মহাৎসব চলছে। প্রশাসন ব্যবস্থা গ্রহন না করার জন্য সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়- বছরের অধিকাংশ সময় নবীগঞ্জের দিনারপুর পরগণার পানিউমদা, গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নে পাহাড় ও টিলা কাটা চলে আসছে। দিনে কিংবা রাতের আধাঁরে অতি সু-কৌশলে পাহাড় কেটে উজার করে নিয়ে যাচ্ছে একটি সংড়ঘবদ্ধ চক্র। গত ১ ফেব্রুয়ারি দিন-দুপুরে এবং রাতভর দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারের পাশ্ববর্তী ইয়াওর মিয়ার বাড়ির উঁচু পাহাড় কেটে স্থানীয় একটি পুকুর ভরাট করেন মাঠ বনগাঁও গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে সেলিম মিয়া। মাটি কাটায় জড়িত সেলিম ইতিপূর্বে অন্য আরেকটি পাহাড় কাটার মামলায় অভিযুক্ত। ‘টু ব্রাদার’ নামক বাহিনী তৈরি করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। অন্যদিকে গত ২৮ জানুয়ারি দিনারপুরের উঁচু একটি টিলা এক্সেভেটর মেশিন দিয়ে কেটে সমতল করা হয়। এরপর ২৯ জানুয়ারি আরেকটি টিলা কেটে নিকটবর্তী একটি স্থান ভরাট করা হয়। অব্যাহত পাহাড় কাটায় ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে আশপাশের ঘরবাড়ি। এসব বসতভিটা ভারি বর্ষণ হলে ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। এনিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও নাছরিন আক্তার। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। আদালতের বরাত দিয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান- আবেদনের শুনানি শেষে আদালত হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি), পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালককে দিনারপুর এলাকার পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে পরিবেশ সংরণ আইনের ১৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়। চার সপ্তাহের স্থলে ১১ সপ্তাহ অতিক্রম হওয়ার পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে সম্প্রতি ফের দিনারপুর এলাকায় পাহাড় কাটা বৃদ্ধি পেয়েছে। হাইকোর্টের নির্দেশনার পরও প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। এ প্রসঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন- আদালত পাহাড় কাটা বন্ধে নির্দেশনা দিয়েছে, প্রশাসন সেটা প্রয়োগ করা উচিৎ। তাদেরকে আদালত বললেই আইন প্রয়োগ করবে আর না হয় নিরব বসে থাকবে সেটা হয় না। আদালতের নির্দেশনা ছাড়াই ডিসি ও ইউএনও’কে পাহাড় কাটা বন্ধের জন্য আইন প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন- ১১ সপ্তাহ অতিবাহিত হলেও কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি দুঃখজনক। মে মাসের প্রথম দিকে এনিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হবে। তখন বিষয়টি আদালতের নজরে আনার চেষ্টা করবো। এ নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন- যেভাবে টিলা ও পাহাড় কাটা হয় এবং এতে করে সার্বিক পরিবেশ প্রতিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে তা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন- অত্যন্ত দুঃখজনক বিষয় যে উচ্চ আদালত সময় বেধে নির্দেশনা দিয়েছেন পাহাড়টিলা রায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য যে কার্যকর ভূমিকা থাকার দরকার, আইন প্রয়োগ দরকার সেটি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো গ্রহণ করছেন না ফলে পাহাড় ও টিলা কাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে জানতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সঙ্গে টানা ৩ দিন মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাম্বার ব্যস্ত পাওয়া যায়। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু বলেন- আমি ডিসি অফিসে মিটিংয়ে আছি এক ঘন্টা পরে কথা বলবো। পরে যোগাযোগ করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি। এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন-আদালতের আদেশের বিষয়টি আমি জানিনা। তবে পাহাড় কাটা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com